Tuesday, February 12, 2013

শাহবাগের গোপন নেতাদের আসল চেহারা! সাধারণ মানুষের আন্দোলন থেকে এদের বের করে দেয়া হোক

শাহবাগের গোপন নেতাদের আসল চেহারা! সাধারণ মানুষের আন্দোলন থেকে এদের বের করে দেয়া হোক

লিখেছেন মেজর রাহাত ১২ ফেব্রুয়ারী ২০১৩, বিকেল ০৫:৫৮
ব্লগার, অনলাইন এক্টিভিষ্ট??? এরা কারা তাদের পরিচয় সাধারণ মানুষ তো জানেনা। তাই গত তিন চার বছর ধরে এরা যা করে আসছে তার কিছু উদাহরণ তুলে ধরা হলো। নিচের স্ক্রিণশটগুলো দেখিয়ে দেবে বাংলাদেশে ব্লগিং অর্থ কি। এই ব্লগারদের নেতৃত্বে সবাই আন্দোলন চালান। জোরেসোরে চালাতে থাকলে শেষপর্যন্ত এরা কাপড়ের তলায় লুকানো ইস্যুগুলো সময় মতো বের করবে।

প্রথমেই একজন বড়সড় এক্টিভিষ্ট এর মতামত ও মন্তব্যে পাল্টা মতামত:




ইব্রাহিম খলিল নামের এক প্রতারক সবাক নিকে লিখেন, বেশ পান্ডা গোছের ব্লগার। শাহবাগের আন্দোলন অর্গানাইজ করছেন, নিয়মিত ফেসবুকে 'সবাক পাখি' নিকে আপডেট দিচ্ছেন। আল্লাহ প্রসঙ্গে সবাক এর মতামত:



আরিফুর রহমান ইংল্যান্ডে থাকেন, বর্তমানে লিখছেন ওঙ্কার ও বিভিন্ন নিকে। বেশ চাঁই মার্কা ব্লগার। ইন্টারন্যাশনাল ক্রাইম ষ্ট্রাটেজি ফোরামের নেতা। নিঝুম মজুমদারের সাথে গিয়ে বিভিন্ন আন্তর্জাতিক সেমিনারেও যোগ দেন। যুদ্ধাপরাধী বিরোধী আন্দোলন সংগঠন করে আসছেন বহু বছর যাবত। ইসলাম ধর্মের বিভিন্ন বিষয় সম্পর্কে তার মুল্যবান মতামত:


........................................................................................


........................................................................................


........................................................................................


........................................................................................




আসিফ মহিউদ্দিন সাহেব এখন বাংলাদেশের উদীয়মান হুমায়ুন আজাদ। নিজেকে বেশ কেউকেটা মনে করেন। জাফর ইকবালের সাথে গভীর সম্পর্ক নিয়ে ফেসবুকে বয়ান দেন। তিনিও বিশিষ্ট ব্লগার ও শাহবাগ আন্দোলনের সংগঠক। ইসলাম নিয়ে তার প্রচুর সুচিন্তিত মতামত আছে, কিছু নমুনা:



........................................................................................


........................................................................................
সুরা লাহাবকে নকল করে আসিফ মহিউদ্দিনের লিখিত সুরা:




বিপ্লব নামের এক অবদমিত মধ্যবয়সী লম্পট দীর্ঘদিন যাবত ব্লগিং এর নেতৃত্ব দিচ্ছেন শয়তান নিক দিয়ে। ফেসবুকে আছেন আল্লামা শয়তান নামে। এখন শাহবাগে আছেন ও আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন:



........................................................................................



এধরণের আরো অনেক ব্লগার আছেন, যাদের দীর্ঘ বহু বছরের সাধনা আজ সফল হওয়ার উপক্রম। এখন তারা ফেসবুকে শোলাকিয়ার ইমাম, দাড়িওয়ালা বৃদ্ধ আর মাদ্রাসা ছাত্রদের ছবি দিয়ে ইসলামপ্রেমী হিসেবে আবির্ভূত হয়েছে। তাদের সাথে আমার ব্যাক্তিগত কোন বিরোধ নেই। ইসলাম নিয়েও আমার বাড়াবাড়ি কোন মায়া নেই। তবে দু:খ হলো, এ আন্দোলনের নেতৃত্ব দেয়া ব্লগার ও অনলানই এক্টিভিষ্ট! দের একটু সৎ হওয়া উচিত ছিলো। যেহেতু এরা চেহারা লুকায়, তাই সবার তা বুঝা দরকার। অনেক কমবয়সী ছেলে পিলে বলবে, এরা যাই হোক তাতে কিছু আসে যায় না। তা ঠিক, যখন সময় সুযোগ অনুকুলে নিয়ে এরা আপনার বাপের দাড়ি আর মায়ের বোরকা টেনে ছিড়বে, তখনও কিছু আসে যায় না। আমার কোন সমস্যা নাই, যেহেতু আমার দাড়িও নাই বোরকাও নাই।



........................................................................................


........................................................................................


........................................................................................


........................................................................................


........................................................................................


........................................................................................


........................................................................................


........................................................................................

অমি পিয়াল, জেবতিক, সবাক, স্বাচিপ নেতা এইসব বাম নাস্তিক আর আওয়ামীদের হাত থেকে আন্দোলনটাকে বাঁচানো দরকার। হাজার হাজার সাধারণ মানুষের দেশপ্রেমকে পুঁজি করে এরা সুবিধা নিতে চাইছে।


------------------------------------------------------------
এডিটেড এট ১২:০৬ এএম: এ লেখা ছয় হাজার বারের বেশি পড়া হয়েছে, এতোটা আমি আশা করিনি। কর্ণেল গুলজার আমার একজন হিরো, হাতেগোণা সৎ মানুষদের তিনি একজন ছিলেন। তিনি ছিলেন এদেশের সত্যিকার একজন যোগ্য সন্তান। ফেসবুকে তাঁর ফ্যানপেজে এ লেখার লিঙ্ক শেয়ার করা হয়েছে। তাতে কিছু দলঅন্ধ পেজের খবর হয়ে গেছে। তারাও সমানতালে চিৎকার করে যাচ্ছে দলীয় ট্যাগ লাগানোর জন্য। তাতে কিছু আসে যায় না। কর্ণেল গুলজারের ফ্যানপেজে একজনের একটা কমেন্ট পড়ে আমি থমকে দাড়িয়েছি। এদেশের সাধারণ মানুষ ইসলামকে কত ভালোবাসে। অথচ জামাত বিএনপি লীগ সবাই শুধু একে পুঁজি করে রাজনীতির ব্যাবসাই করে গেলো। এ কমেন্টটা দেখলে ঐসব নাস্তিক অমানুষদের লেখাগুলো পড়ে যে রাগ আর ক্ষোভ জমে, তা চলে গিয়ে মনে প্রশান্তি আসে। আমরা সাধারণ মানুষ ইসলাম সম্পর্কে বেশি কিছু জানিনা, কিন্তু এ বিশ্বাসটাকে তো অনেক ভালোবাসি। সবাই যদি জানতো এই অমানুষগুলো ব্লগিং এর নামে গত কয়েকবছর যাবত কি করে যাচ্ছে তাহলে হয়তো খালিহাতেই মেরে ফেলতো এদেরকে। যাইহোক, সবাইকে ধন্যবাদ।

আর একটা উদাহরণ সাধারণ মানুষের এ আন্দোলন থেকে বামরামদের সুবিধা উঠাতে চাওয়ার বিষয়টার। নিচের ছবিটা একটা ব্লগের ব্যানার করা হয়েছে। ন্যায়বিচারের আহবান ও জামাতকে প্রত্যাখ্যান, এ দুটো বিষয় সত্য। কিন্তু মাঝখান দিয়ে ফাঁকতালে এখানে শাহবাগ কে 'সেকুলার পলিটিক্স' এর অংশ করা হচ্ছে, অর্থ্যাৎ ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ! এরা চায় ভারতের মতো সেকুলার পলিটিক্স, যেখানে দাঙ্গা করা সহজ। অথবা তুরস্কের মতো যেখানে টুপি পরা নিষেধ। অথবা ফ্রান্সের মতো, যেখানে নিকাব পরা নিষেধ। মানুষের আবেগ যেহেতু মুক্তিযুদ্ধ নিয়ে, সুযোগটাকে কাজে লাগিয়ে নিজের ধান্দা হাসিল করে নিতে চায় এরা। এবং তাই করছে।

THIS POST WAS READ MORE THAN 50,000 TIMES IN SB BLOG and SHARED MORE THAN 15,000 TIMES IN FACEBOOK.

PEOPLE WILL CHANGE BANGLADESH ONE DAY. FASCISM WILL NEVER PREVAIL.

বিষয়শ্রেণী: বিবিধ
শেয়ার করুনঃ
এডিট করুন | খসড়া করুন | মুছে ফেলুন | প্রিয়দেরকে পোস্টটি পড়ার আমন্ত্রণ জানান
২০৮৬৬ বার পঠিত, ২৪৬ টি মন্তব্য
১০০ জনের পছন্দ
আপনি রেটিং দিতে পারবেন না।
পাঠকের মন্তব্য:
মন্তব্যের জবাব দিতে সমস্যা হলে এখানে ক্লিক করুন এবং নতুন পাতায় মন্তব্য লিখুন
989851
১২ ফেব্রুয়ারী ২০১৩; সন্ধ্যা ০৬:০৫
মু. নূরনবী লিখেছেন : প্লিজ মাল্টি ব্লগিং করে রাখেন..অবশ্য আপনি এটা করেনও!

আমি জানি এই পোষ্ট গায়েব হয়ে যাবে!

পরে বিস্তারিত কমেন্টাইতাছি
জবাব দিন | মুছে ফেলুন | ব্লক করুন | রিপোর্ট করুন
১২ ফেব্রুয়ারী ২০১৩; সন্ধ্যা ০৬:১১
975273

মেজর রাহাত লিখেছেন : এই পোষ্ট যদি গায়েব হয় তাহলে আজকে থেকে আমিও বলবো এই ব্লগ আর সামুর কিংবা আমুর মধ্যে আর কোন পার্থক্য নাই। কারণ এখানে আমি মিথ্যা কিছু লিখিনাই, সরকারের বিরুদ্ধেও কিছু লিখিনাই। দেশের সাধারণ মানুষের যে অধিকার, ধর্মীয় বিশ্বাসের স্বাধীনতা, ঐ অধিকারের বিরুদ্ধে একদল যা ইচ্ছা তাই করে যাবে, তার সভ্য ও শালীন প্রতিবাদও করা যাবে না, এমন হলে ঐ ব্লগিং এর তোয়াক্কা আমি করিনা। এ পোষ্ট মুছার অর্থ হবে আমার সমস্ত সামর্থ্যকে এই ব্লগের বিরুদ্ধেই তখন আমি নিয়োজিত করবো, আর চিন্তাভাবনা যা আছে অন্য কোথাও লিখবো। আশা করি মডু এ ভুল করবেননা। অনেক পোষ্ট মুছা হয়, ফাজলামি করি, ওদের সীমাবদ্ধতা বুঝি। কিন্তু তা এটার জন্য না।
মুছে ফেলুন | ব্লক করুন | রিপোর্ট করুন
১২ ফেব্রুয়ারী ২০১৩; সন্ধ্যা ০৬:১৭
975277

মেজর রাহাত লিখেছেন : চরম আপত্তিকর শব্দগুলো পেইন্ট দিয়ে আড়ালও করে দিয়েছি, যেন ব্লগের পরিবেশ নষ্ট না হয়, এসবির যে সুনাম আছে তা ঠিক থাকে। এসব নিয়ে ঝামেলা করার মতো কুটনী মানসিকতা কেবল প্রাইভেটের ছাগলা বান্দরনীরই আছে, চিড়িয়াখানার খাঁচায় ঝুলে ঝুলে হাউকাউ করবে এসব অর্থহীন ও অপ্রাসঙ্গিক বিষয়ে। আর না হলে, স্বাভাবিক বোধবুদ্ধি থাকলে এটা যে কেউ বুঝবে।
মুছে ফেলুন | ব্লক করুন | রিপোর্ট করুন
১২ ফেব্রুয়ারী ২০১৩; সন্ধ্যা ০৬:৪২
975292

মোহাম্মদ লোকমান লিখেছেন : এই পোস্ট গায়েব না করার জন্য অনুরোধ জানাচ্ছি।
মুছে ফেলুন | ব্লক করুন | রিপোর্ট করুন
১২ ফেব্রুয়ারী ২০১৩; রাত ১১:২৯
975552

সারাহ আলিয়েভা লিখেছেন : "কাফেররা ঈমানদারদের মোকাবেলা করলে অবশ্যই পরিনামে পৃষ্ঠ প্রদর্শন করত।তখন উহারা কোন অভিবাবক ও সাহায্যকারী পেত না।"(৪৮ঃ২২)
কিন্তু প্রশ্ন হলো -ঈমানদার কোথায় ?
কোথাও যেন কোন মুসলমান নেই; শুধু হতাশা আর হতাশা। তাই হতাশার গান,

কূফা নগরীর মত কেন হলিরে মুসলমান

চোখের জলে হাসান-হোসেন;আর এজিদ পেল ধনের দান ।।

আল্লাহ বলে মুনাজাতে বুক ফাটিয়ে কর রোদন-
মুশরিকের ধন বিকেলে,বন্ধু নিলে বেলিয়ান

ছেড়েছো কোরাআন,ছেড়েছো নবী,ধড়েছো পীর আর সূফীর পা
'তালমূদ'রুপ কিতাবগুলো আজ তুলেছে সর্বনাশের বান।

ভেবেছো ইসলাম নামায-রোযা ভেবেছো খানিক অশ্রুপাত
না হলে য্যোগ্য এক জাতিতে পায়ের নীচে রইবে স্থান।

একদা সালাত আর জেহাদ দিয়ে করেছিলে বিশ্বজয়
আজ কেন রে 'আপসে ইসলাম' তাই না কি রে লান্নাতন ?

জীবন যাবে ধন যাবে-কিনে নিবে যিল্লতি
সম্পদে নাই সম্প্রদান যার-সে নাকি হয় সাফ ঈমান !

কোথায় ওসমান,হাজী মুহসীন,আবুবকর আর ওমর আয়...............
মুছে ফেলুন | ব্লক করুন | রিপোর্ট করুন
১৩ ফেব্রুয়ারী ২০১৩; সকাল ১১:৫১
975798

সিটিজি৪বিডি লিখেছেন : এই পোষ্টটি সবাইকে শেয়ার করা হোক।
মুছে ফেলুন | ব্লক করুন | রিপোর্ট করুন
989854
১২ ফেব্রুয়ারী ২০১৩; সন্ধ্যা ০৬:০৭
পুলসিরাত লিখেছেন : ব্লগারের নাম ভাঙ্গিয়ে ওরা ইসলাম বিরোধী কর্মকান্ড চালিয়ে যাচ্ছে। আপনার এই ম্যাসেজটি সবাইকে শেয়ার করা উচিত।
জবাব দিন | মুছে ফেলুন | ব্লক করুন | রিপোর্ট করুন
১২ ফেব্রুয়ারী ২০১৩; সন্ধ্যা ০৬:১৪
975274

মেজর রাহাত লিখেছেন : শেয়ার করতে ইচ্ছা হলে করেন, কপি পেষ্ট করতে চাইলে করেন। আমার কোন লেখার কোন কপিরাইট নাই, সুত্রও উল্লেখ করার প্রয়োজন নাই। স্ক্রীণশটগুলোই সূত্র। সামহোয়ারের বু্দ্ধিমান আরিল্ডের কৌশল হলো এসব লেখা দিয়ে কার্যসিদ্ধি হওয়ার সুযোগ দেয়। তারপর দুই তিন সপ্তাহ বা মাস পরে নিজেরা আতাঁত করেই মুছে সরিয়ে নেয়। আবার নতুন লেখা দেয়। সুতরাং এসব মন্তব্যের লিঙ্ক অনেকগুলো নেই। কিন্তু ইন্টারনেটে ক্যাশড মেমোরীতে পাবেন। আর যারা গত চারপাঁচ বছর যাবত বাংলা ব্লগিং করে তারা সবাই জানে প্রতিটি স্ক্রিণশট শতভাগ সত্য।
মুছে ফেলুন | ব্লক করুন | রিপোর্ট করুন
989856
১২ ফেব্রুয়ারী ২০১৩; সন্ধ্যা ০৬:১০
নজরুল বিন হক লিখেছেন : আ'লীগ বামকর্মীদের ব্যবহার করছে!! যার বামপন্থী নেতারা আ'লীগের কাধে ছড়েছে। আন্দোলন এখন জাতীয় ইস্যু না হয়ে আ'লীগের ইস্যু হয়ে গেছে।
জবাব দিন | মুছে ফেলুন | ব্লক করুন | রিপোর্ট করুন
১২ ফেব্রুয়ারী ২০১৩; সন্ধ্যা ০৬:১৮
975278

মেজর রাহাত লিখেছেন : আমার মতে আন্দোলন জাতীয় ইস্যুতেই হচ্ছে। চোখ বন্ধ করে সত্যিকার অর্থে একাত্তর সালের কথা ভেবে তারপর মতামত দিন। সমস্যা হলো, এর সুফল বাম, নাস্তিক আর লীগ নিজের ঘরে তুলতে যাচ্ছে, তারাই নেপথ্যে কলকাঠি নাড়ছে। সাধারণ মানুষের আন্দোলন, সাধারণ মানুষের হাতেই থাকুক। এদেশ তাহলে বহুদূর এগিয়ে যাবে।
মুছে ফেলুন | ব্লক করুন | রিপোর্ট করুন
989863
১২ ফেব্রুয়ারী ২০১৩; সন্ধ্যা ০৬:১৬
গন্ধসুধা লিখেছেন : সাব্বাস মেজর রাহাত!
আল্লাহর এক তুচ্ছ বান্দীর পক্ষ থেকে অভিনন্দন নিন।
যারা ব্লগিং করে তারা জানে এদের চরিত্র।এখন দরকার এই পোষ্টের কাগজের লিফলেট তৈরী করে শাহবাগ এবং সমস্ত বাংলাদেশের মাথার উপর হেলিকপ্টার দিয়ে ছড়ানো।
জবাব দিন | মুছে ফেলুন | ব্লক করুন | রিপোর্ট করুন
১২ ফেব্রুয়ারী ২০১৩; সন্ধ্যা ০৬:২১
975282

মেজর রাহাত লিখেছেন : আপনাকেও ধন্যবাদ। ছড়িয়ে দিন তথ্যগুলো। মানুষকে সচেতন করার বিকল্প নেই। সাধারণ মানুষের দেশপ্রেম আর যুদ্ধাপরাধ বিরোধী আবেগকে যেন কেউ পুঁজি করতে না পারে।
মুছে ফেলুন | ব্লক করুন | রিপোর্ট করুন
989866
১২ ফেব্রুয়ারী ২০১৩; সন্ধ্যা ০৬:১৮
বাচাল লোক লিখেছেন :
জবাব দিন | মুছে ফেলুন | ব্লক করুন | রিপোর্ট করুন
১২ ফেব্রুয়ারী ২০১৩; সন্ধ্যা ০৬:২২
975284

মেজর রাহাত লিখেছেন : এ কয়টা দেখেই টাসকি? অর্ধযুগ যাবত দেখেই আসছি এসব। ভাবতেও তো পারবেন না।
মুছে ফেলুন | ব্লক করুন | রিপোর্ট করুন
১২ ফেব্রুয়ারী ২০১৩; সন্ধ্যা ০৬:৩৫
975289

বাচাল লোক লিখেছেন : মানুষ কতোটা পশু হলে, তাদের নীচুতা কতোটা নিচে নামলে কেউ অন্য ধর্মবিশ্বাসকে এভাবে আঘাত করতে পারে ! @রাহাত।
মুছে ফেলুন | ব্লক করুন | রিপোর্ট করুন
১২ ফেব্রুয়ারী ২০১৩; সন্ধ্যা ০৭:১৯
975331

মেজর রাহাত লিখেছেন : এই ডামাডোলের সুযোগে রানা রায়ের মতো সাম্প্রদায়িকরা বলছে: আল্লাহ নেমে এলে তাকেও না কি ফাঁসি দেয়া হবে!!!!!!!!!! সরকারের কাছে এর প্রতিকার চাই। রানা রায়ের বিচার করার উচিত।
মুছে ফেলুন | ব্লক করুন | রিপোর্ট করুন
989869
১২ ফেব্রুয়ারী ২০১৩; সন্ধ্যা ০৬:১৯
তারাচাঁদ লিখেছেন : এরই তাহলে সেই ব্লগার--যারা শাহবাগের আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে । এদের চুড়ান্ত উদ্দেশ্য তাহলে আল্লাহ, ইসলাম, নবী-রাসুল এঁদের বিরুদ্ধে অশ্লীল কথা বলে বলে মানুষের মনে ইসলামের বিরুদ্ধে বিষবৃক্ষ তৈরী করা !
শাহবাগের আন্দোলন একটা ধাপ্পাবাজী মাত্র । মূল উদ্দেশ্য ইসলাম নির্মূল ।
জবাব দিন | মুছে ফেলুন | ব্লক করুন | রিপোর্ট করুন
১২ ফেব্রুয়ারী ২০১৩; সন্ধ্যা ০৬:২৩
975286

মেজর রাহাত লিখেছেন : সাধারণ মানুষও অতিষ্ঠ। তারা দেশবিরোধীদের বিচার চায়। কিন্তু পুরো আবেগটার ফায়দা চরম কৌশলে লুটে নিতে যাচ্ছে ইসলামবিরোধীরা। একজন সাধারণ মুসলমান হিসেবেও এটা দেখে চুপ থাকতে পারিনা। ওদের গলাধাক্কা দিয়ে বের করে জনতার আন্দোলনকে সফল ও স্বার্থক করতে হবে।
মুছে ফেলুন | ব্লক করুন | রিপোর্ট করুন
১২ ফেব্রুয়ারী ২০১৩; সন্ধ্যা ০৬:৩৩
975288

আনিছুর রহমান লিখেছেন : এখন সন্দেহের মধ্যে আছেন?
মুছে ফেলুন | ব্লক করুন | রিপোর্ট করুন
989871
১২ ফেব্রুয়ারী ২০১৩; সন্ধ্যা ০৬:২১
মোয়াজ্জেম লিখেছেন : কুকুরগুলাকে পিটিয়ে মারা উচিৎ।
জবাব দিন | মুছে ফেলুন | ব্লক করুন | রিপোর্ট করুন
১২ ফেব্রুয়ারী ২০১৩; সন্ধ্যা ০৬:২৪
975287

মেজর রাহাত লিখেছেন : পিটিয়ে মারা পুড়িয়ে মারা এসব জানোয়ারদের কাজ বলেই আমি মনে করি। সভ্যতা ও আইনের মূল্য অনেক, ভূমিকাও অনেক।
মুছে ফেলুন | ব্লক করুন | রিপোর্ট করুন
989881
১২ ফেব্রুয়ারী ২০১৩; সন্ধ্যা ০৬:২৮
আল আমিন ১৩৭৭ লিখেছেন : সাধারণ জনগন বিভ্রান্তির মধ্যে আছে।তাদের এই বিভ্রান্তি অচিরেই কেটে যাবে তখন তারা তওবা করবে আল্লাহ র নিকট ইনশাআল্লাহ
জবাব দিন | মুছে ফেলুন | ব্লক করুন | রিপোর্ট করুন
১২ ফেব্রুয়ারী ২০১৩; সন্ধ্যা ০৭:৩৩
975344

মেজর রাহাত লিখেছেন : ধন্যবাদ
মুছে ফেলুন | ব্লক করুন | রিপোর্ট করুন
989886
১২ ফেব্রুয়ারী ২০১৩; সন্ধ্যা ০৬:২৯
আউল লিখেছেন : Click this link...
জবাব দিন | মুছে ফেলুন | ব্লক করুন | রিপোর্ট করুন
১২ ফেব্রুয়ারী ২০১৩; সন্ধ্যা ০৭:২২
975334

মেজর রাহাত লিখেছেন : ধন্যবাদ, এই ব্লগটা সম্পর্কে জানতাম না। দেখি রেজি করবো সময় পেলে। আপনি ওখানেও এ লেখা দিতে পারেন, কপিরাইট নেই, উন্মুক্ত।
মুছে ফেলুন | ব্লক করুন | রিপোর্ট করুন
১০
989890
১২ ফেব্রুয়ারী ২০১৩; সন্ধ্যা ০৬:৩১
তেপান্তর লিখেছেন :
জবাব দিন | মুছে ফেলুন | ব্লক করুন | রিপোর্ট করুন
১২ ফেব্রুয়ারী ২০১৩; সন্ধ্যা ০৭:৩৩
975345

মেজর রাহাত লিখেছেন : ধন্যবাদ। শেয়ার করুন। সবাইকে জানান প্লিজ
মুছে ফেলুন | ব্লক করুন | রিপোর্ট করুন
১১
989892
১২ ফেব্রুয়ারী ২০১৩; সন্ধ্যা ০৬:৩২
আনিছুর রহমান লিখেছেন : এদের হীন উদ্দেশ্য আপনি ধরতে পেরেছেন। এই জন্য আপনাকে ধন্যবাদ। কিন্তু দুঃখ হয়। অনেক পাক্কা ঈমানদারদের আজও হুস ফিরলনা।
জবাব দিন | মুছে ফেলুন | ব্লক করুন | রিপোর্ট করুন
১২ ফেব্রুয়ারী ২০১৩; সন্ধ্যা ০৭:৩৪
975346

মেজর রাহাত লিখেছেন : আমি ভাই দুর্বল ঈমানের মানুষ, নামাযও ঠিকমতো পড়া হয়না ব্যস্ততার কারণে। তবে মানুষের সম্মানে আর স্বাধীনতায় বিশ্বাস করি। হুজুরদের নিজেদের ভেতরে মারামারি দেখে খারাপ লাগে, ভালো হুজুর পেলে শ্রদ্ধা করি।
মুছে ফেলুন | ব্লক করুন | রিপোর্ট করুন
১২
989899
১২ ফেব্রুয়ারী ২০১৩; সন্ধ্যা ০৬:৩৫
cloudy_sky02 লিখেছেন : বস লিলুয়া বাতাস খাননা
জবাব দিন | মুছে ফেলুন | ব্লক করুন | রিপোর্ট করুন
১২ ফেব্রুয়ারী ২০১৩; সন্ধ্যা ০৭:৩৫
975347

মেজর রাহাত লিখেছেন : বহুত আড়াম, বুড়ো হাড় তো বাছা প্রায় জুড়িয়ে এলো ..
মুছে ফেলুন | ব্লক করুন | রিপোর্ট করুন
১৩
989901
১২ ফেব্রুয়ারী ২০১৩; সন্ধ্যা ০৬:৩৬
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : একেবারে যাকে বলে নির্ভেজাল নাস্তিক.......
জবাব দিন | মুছে ফেলুন | ব্লক করুন | রিপোর্ট করুন
১২ ফেব্রুয়ারী ২০১৩; সন্ধ্যা ০৭:৩৬
975348

মেজর রাহাত লিখেছেন : না, এরা কেবলমাত্র গুন্ডা পান্ডা টাইপের মানুষ। আমার বন্ধু আছে নাস্তিক, আমেরিকান, এক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। সে এইসব নাস্তিক নামের দুবৃত্তদের সম্পর্কে জেনে অবাক হয়ে গিয়েছিলো।
মুছে ফেলুন | ব্লক করুন | রিপোর্ট করুন
১৪
989904
১২ ফেব্রুয়ারী ২০১৩; সন্ধ্যা ০৬:৩৭
সত্য সবার উপর লিখেছেন : ওদের চিনতে কারো বাকি নেই।
জবাব দিন | মুছে ফেলুন | ব্লক করুন | রিপোর্ট করুন
১২ ফেব্রুয়ারী ২০১৩; সন্ধ্যা ০৭:৩৬
975349

মেজর রাহাত লিখেছেন : ধন্যবাদ। বাকী আছে অনেকের, না হলে কি লিখতে হতো?
মুছে ফেলুন | ব্লক করুন | রিপোর্ট করুন
১৫
989905
১২ ফেব্রুয়ারী ২০১৩; সন্ধ্যা ০৬:৩৭
পথিক আমি লিখেছেন : পিলাচ
জবাব দিন | মুছে ফেলুন | ব্লক করুন | রিপোর্ট করুন
১২ ফেব্রুয়ারী ২০১৩; সন্ধ্যা ০৭:৩৬
975350

মেজর রাহাত লিখেছেন : ধন্যবাদ
মুছে ফেলুন | ব্লক করুন | রিপোর্ট করুন
১৬
989906
১২ ফেব্রুয়ারী ২০১৩; সন্ধ্যা ০৬:৩৭
নীলা হক লিখেছেন : যাযাকাল্লাহু খায়রান....চমৎকার পোষ্ট...আফসোস এই পোষ্টটা যদি সবগুলো হুজুগে বাঙ্গালকে পড়ানো যেতো...
জবাব দিন | মুছে ফেলুন | ব্লক করুন | রিপোর্ট করুন
১২ ফেব্রুয়ারী ২০১৩; সন্ধ্যা ০৭:৩৭
975351

মেজর রাহাত লিখেছেন : যাদেরকে সম্ভব হয় পড়ান। ধন্যবাদ
মুছে ফেলুন | ব্লক করুন | রিপোর্ট করুন
১৭
989911
১২ ফেব্রুয়ারী ২০১৩; সন্ধ্যা ০৬:৪০
প্রবাসী যাযাবর লিখেছেন : এই পোষ্টটি ইষ্টিকি করে জাতিকে মুক্তি দেওয়া হোক ।
জবাব দিন | মুছে ফেলুন | ব্লক করুন | রিপোর্ট করুন
১২ ফেব্রুয়ারী ২০১৩; সন্ধ্যা ০৭:৩৭
975352

মেজর রাহাত লিখেছেন : হাহাচেথেপগে অবস্থা। জুর্দার দাবী তুলুন, ষ্টিকি করা হউক। তৈলে শেষে আবার গাপ হৈ যাবে।
মুছে ফেলুন | ব্লক করুন | রিপোর্ট করুন
১৮
989920
১২ ফেব্রুয়ারী ২০১৩; সন্ধ্যা ০৬:৪৪
মোহাম্মদ লোকমান লিখেছেন : আপনাকে অনেক ধন্যবাদ। আল্লাহ আপনার এই খেদমতটুকু কবুল করুন। খুবই সময়োপযোগী বিষয়।
জবাব দিন | মুছে ফেলুন | ব্লক করুন | রিপোর্ট করুন
১২ ফেব্রুয়ারী ২০১৩; সন্ধ্যা ০৭:২৪
975335

মেজর রাহাত লিখেছেন : আপনি তো মোটামুটি পুরনো ব্লগার, এসব যে কত বেশি সত্য ভালোই জানবেন। বিপ্লব/শয়তান তো সবসময় আপনার পেছনে লেগে থাকতো। সে হলো ঢাকার অন্যতম মাদক ব্যাবসায়ী। এদের আড্ডাতে ফ্রি সরবরাহ করে।
মুছে ফেলুন | ব্লক করুন | রিপোর্ট করুন
১৩ ফেব্রুয়ারী ২০১৩; রাত ১২:৩৯
975608

মোহাম্মদ লোকমান লিখেছেন : জ্বী, সামুতে আমার সাথে পেরে না ওঠার ফলেই হয়ত ব্যান করার জন্য চাপ দিয়েছিল জানাকে। আমরা কিন্তু এদেরকে ব্যান করার চেষ্টা করি না। তারা নিজেরা নিজেদের কর্মকান্ডে ভীত বলেই সবসময় অন্যদেরকে নির্মূল এবং ব্যান করে একা রাজত্ব করতে যায়। বাংলার মাটিতে এমন খায়েশ পূর্ণ হবে না। ই-ন-শা আল্লাহ্‌!
মুছে ফেলুন | ব্লক করুন | রিপোর্ট করুন
১৯
989921
১২ ফেব্রুয়ারী ২০১৩; সন্ধ্যা ০৬:৪৪
সামাজী লিখেছেন : আল্লাহ তুমি এই বদমাইস গুলাকে হেদায়রত কর । হেদায়ত তাদের নসিব না থাকলে তাদের নিঃশেষ করে দাও।
জবাব দিন | মুছে ফেলুন | ব্লক করুন | রিপোর্ট করুন
১২ ফেব্রুয়ারী ২০১৩; সন্ধ্যা ০৭:৩৭
975354

মেজর রাহাত লিখেছেন : ধন্যবাদ
মুছে ফেলুন | ব্লক করুন | রিপোর্ট করুন
২০
989923
১২ ফেব্রুয়ারী ২০১৩; সন্ধ্যা ০৬:৪৬
জসিম ইয়ামীন লিখেছেন : ব্লগের পরিবেশের চেয়ে নিজের মনটা বেশি বেশি পরিস্কার রাখার চিন্তায় সেই যে কবে সামুকে তালাক দিয়েছি আর মনে করতে পারিনা। যাই হোক বাংলার মুসলিমদের ঈমানের পরীক্ষা নেয়া শুরু করে দিয়েছেন আল্লাহ-তায়ালা। এখন আর কারো নিরপেক্ষ থাকার সুযোগ নাই, হয় তারা মুসলিম থাকবেন অন্যথায় মুনাফিক হয়ে থাকবেন।
জবাব দিন | মুছে ফেলুন | ব্লক করুন | রিপোর্ট করুন
১২ ফেব্রুয়ারী ২০১৩; সন্ধ্যা ০৭:১৬
975330

আবু আদনান লিখেছেন : সহমত।
‌''এখন আর কারো নিরপেক্ষ থাকার সুযোগ নাই, হয় তারা মুসলিম থাকবেন অন্যথায় মুনাফিক হয়ে থাকবেন।''
মুছে ফেলুন | ব্লক করুন | রিপোর্ট করুন
১২ ফেব্রুয়ারী ২০১৩; সন্ধ্যা ০৭:৩৮
975355

মেজর রাহাত লিখেছেন : ভালো সিদ্ধান্তই নিয়েছিলেন।
মুছে ফেলুন | ব্লক করুন | রিপোর্ট করুন
১৩ ফেব্রুয়ারী ২০১৩; সকাল ১০:৪৫
975753

জোকার লিখেছেন : শাহ জালাল, শাহ মখদুম, শাহ পরানের এই পুণ্যভূমি বাংলাদেশ থেকে ওরা ইসলামের নাম নিশানা মুছে দিতে চায়। বুকের তাজা রক্ত দিয়ে হলেও ওদের প্রতিহত করব ইনশাআল্লাহ্‌। এরা তো কিছুই না কত বড় বড় শক্তি এই চেষ্টা করে ফেল মেরেছে তারই হিশাব নাই, এরা আসছে ইসলামের বারোটা বাজাতে!!!!!! " আর যারা আল্লাহ্‌র রাস্তায় নিহত হয়, তাদেরকে তোমরা মৃত বলনা, তারাত জীবিত, কিন্তু তোমরা তা জাননা"- সুরা বাকারা
মুছে ফেলুন | ব্লক করুন | রিপোর্ট করুন
২১
989927
১২ ফেব্রুয়ারী ২০১৩; সন্ধ্যা ০৬:৪৯
সোনালী সময় লিখেছেন :
জবাব দিন | মুছে ফেলুন | ব্লক করুন | রিপোর্ট করুন
১২ ফেব্রুয়ারী ২০১৩; সন্ধ্যা ০৭:৩৮
975357

মেজর রাহাত লিখেছেন : ধন্যবাদ
মুছে ফেলুন | ব্লক করুন | রিপোর্ট করুন
২২
989930
১২ ফেব্রুয়ারী ২০১৩; সন্ধ্যা ০৬:৫২
নীলসালু লিখেছেন : জামায়াত-শিবিরের ব্লগাররা মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করে: বললেন ব্লগার অমি পিয়াল

ব্লগার অমি পিয়ালের এমন ধরনের মিথ্যা বক্তব্যর তীব্র নিন্দা জানাচ্ছি সে সাথে উনার কাছে কিছু প্রশ্ন রাখতে চাই
*স্বাধীনতার সোনার বাংলাদেশে সন্ত্রাসের রাজনীতি করা করছে??
*প্রকাশ্য দিবালোকে বিশ্বজিতদের কারা কুপিয়ে হত্যা করতেছে??
*ধর্ষণে সেঞ্চুরি করে কারা মুক্তিযুদ্ধের চেতনাকে কলংকিত করতেছে??
*দুর্নীতি করে করা দেশের স্বাধীনতার মান ক্ষুন্ন করছে??
*কাদের কালো বিড়াল পোষার অভ্যাস আছে??

ঠাকুর ঘরে কে রে,আমি কলা খাইনি
খালি জামায়াত-শিবির সবার পাকনা ধানে মই দেয় তাইনা???
আর বাকিরা দুধে ধোয়া তুলসী পাতা??
জবাব দিন | মুছে ফেলুন | ব্লক করুন | রিপোর্ট করুন
১২ ফেব্রুয়ারী ২০১৩; সন্ধ্যা ০৭:৩৯
975359

মেজর রাহাত লিখেছেন : আপনি যত বড়ই মাল্টিবাজ আর কিলিকবাজ হন না কেন অমি পিয়ালের মতো পশুর সামনে আপনি শিশুর মতো। তার নীচতা আর জানোয়ারসুলভ মানসিকতা এসব আপনারা কল্পনাও করতে পারবেন না। যাষ্ট বিলিভ মি।
মুছে ফেলুন | ব্লক করুন | রিপোর্ট করুন
১২ ফেব্রুয়ারী ২০১৩; সন্ধ্যা ০৭:৫২
975376

বাচাল লোক লিখেছেন : মেজরের সাথে সহমত। নেট-এ তার স্বরূপ দেখছি আমি দীর্ঘকাল যাবত।
মুছে ফেলুন | ব্লক করুন | রিপোর্ট করুন
২৩
989931
১২ ফেব্রুয়ারী ২০১৩; সন্ধ্যা ০৬:৫৩
জবাব দিন | মুছে ফেলুন | ব্লক করুন | রিপোর্ট করুন
১২ ফেব্রুয়ারী ২০১৩; সন্ধ্যা ০৭:৪০
975361

মেজর রাহাত লিখেছেন : প্রোগ্রাম অর্গানাইজ করতে খরচ করতে হয়, এটা স্বাভাবিক। এ ছবি দিয়ে কি প্রমাণ হলো? লোকটা কে? যদি লীগের নেতা হতো তাহলে কিছু হলেও বুঝতাম। ধন্যবাদ।
মুছে ফেলুন | ব্লক করুন | রিপোর্ট করুন
১৩ ফেব্রুয়ারী ২০১৩; দুপুর ১২:০১
975806

হাসান বান্না লিখেছেন : ছবিগুলো আরেকটু হাই ডেফিনিশন হলে ভাল হত।
ছবির উৎস্য, সময় আর আর মানুষটার পরিচয় এসব ছবি কিংবা ক্যাপশনে উঠে আসা উচিত।
মুছে ফেলুন | ব্লক করুন | রিপোর্ট করুন
২৪
989935
১২ ফেব্রুয়ারী ২০১৩; সন্ধ্যা ০৬:৫৪
জবাব দিন | মুছে ফেলুন | ব্লক করুন | রিপোর্ট করুন
১২ ফেব্রুয়ারী ২০১৩; সন্ধ্যা ০৭:২৬
975336

মেজর রাহাত লিখেছেন : ধন্যবাদ পড়ে দেখলাম। তবে আমার মত হলো, আমিনুল হক ফিরোজ কামাল উনাদের উচিত উর্দু ভাষায় লিখালিখি করা।
মুছে ফেলুন | ব্লক করুন | রিপোর্ট করুন
২৫
989936
১২ ফেব্রুয়ারী ২০১৩; সন্ধ্যা ০৬:৫৪
শফিউর রহমান লিখেছেন : মেজর সাবের সত্য এবং জাতীয় থিংকিংকে স্বাগত জানাই। নিরপেক্ষ থেকে একটা প্রশ্নের উত্তর আপনাকে খুজে দেখতে অনুরোধ করবো, যদি আপনি কিছু মনে না করেন।
এই যে যাদের বিরুদ্ধে যুদ্ধাপরাধী বা মানবাধিকার লংঘনের অপরাধের কথা বলে বিচারের কার্যক্রম পরিচালনা করছে, তারা যদি সত্যিই ঐ সমস্ত অপরাধে অপরাধী হয়ে থাকে তবে তাদের সর্বোচ্চ শাস্তিত হোক এটা প্রতিটা বিবেকবান মানুষই চাইবে। কিন্তু আপনার কাছে প্রশ্ন, সত্যিই তারা ঐ সমস্ত দোষে দোষী? কথিত অপরাধগুলোর একটিও কি প্রমাণ (প্রকৃত অর্থে প্রমাণ যাকে বলে) হয়েছে বলে আপনি দেখেছেন? যদি দেখে থাকেন তাহলে সেটা এই লেখার মতো কোট করে প্রকাশ করুন। আর যদি তা দেখে থাকেন তাহলে সত্য প্রকৃত সত্য জানার চেষ্টা করা কি উচিত নয়? প্রকৃত সত্য যদি যে সমস্ত অভিযোগ তাদের বিরুদ্ধে করা হচ্ছে তার বিপরীত হয় তবুও কি তাদের সাঁজা হওয়া উচিত শুধু এইজন্য যে, অনেক মানুষ বা তাদের আদর্শ যাদের পছন্দ না তারা বলে যে এই লোকগুলি ঘৃণিত অপরাধী?
একটা কিছু করুন না সত্য প্রকাশের ব্যাপারে। অনেকেই তাদের বিরুদ্ধে লেখে কোন প্রমাণ ছাড়া আবার অনেকে লেখে তাদের নির্দোশিতার পক্ষে। জনগণের কি জানা দরকার না সত্যিটা কি?
আবারো বলছি, প্রকৃত অপরাধী হলে তাদের বিচার এবং সাজা হোক। কিন্তু প্রকৃত অপরাধী না হয় তাহলে?
জবাব দিন | মুছে ফেলুন | ব্লক করুন | রিপোর্ট করুন
১২ ফেব্রুয়ারী ২০১৩; সন্ধ্যা ০৭:৪২
975364

মেজর রাহাত লিখেছেন : একাত্তরে উনারা পাক বাহিনীর সহযোগীর ভূমিকায় ছিলেন। অকাট্য সত্য। ব্রিগেডিয়ার মালিক সরাসরি যোগাযোগ রাখতেন।

এদেশে কেউ সত্য বলে না, মানে না। উনাদেরকে আপনার যদি এতোই পছন্দ, তাহলে দয়া করে তাদেরকে সত্য কথা বলতে বলুন। সত্যের জন্য জীবন দিয়েও জীবন স্বার্থক। ঐসব জামাত নেতাদের মুনাফিকী আর স্বার্থবাদিতা দেখে আমি মুখ ফিরিয়ে নিয়েছি। দু:খিত যে আপনাকে এভাবে উত্তর দিলাম। শুভকামনা রইলো।
মুছে ফেলুন | ব্লক করুন | রিপোর্ট করুন
১৩ ফেব্রুয়ারী ২০১৩; দুপুর ০১:৪৩
975870

শফিউর রহমান লিখেছেন : ধন্যবাদ আপনার জবাবের জন্য। যেগুলো আপনি বললেন সেগুলো কি প্রমাণ সাপেক্ষ? কিছু থাকলে প্লিজ দেখান না। সবাইতো একজনের শুনে আরেকজন বলে- সবাই আমরা শুনে শুনেই শুনলাম। বিচারের কোর্টেও সরকারী সাক্ষিরা বলল, আমি শুনেছি- দেখি নাই। তাই বলছিলাম, শুধু শোনার বিভ্রান্তি নিয়ে আর কত দিন? সবাই যখন বলে, প্রমাণতো কোথাও না কোথাও থাকবে।
আমার খুব অবাক লাগে যখন শুনি শেখ মুজিব যে কত হাজারের বিশাল এক লিস্ট করেছিল সেখানেও নাকি এদের কারো নাম নাই। কি আশ্চর্য চিন্তা করুন। এতোটা আলোচিত এবং মার্কা মারা এরা শেখ যখন লিস্ট করলো তারও আগে থেকে। অথচ তার বানানো লিষ্টে এদের কারো নাম এলা না বলে বলা হয়। এটাও কি হতে পারে? সত্যিই বুঝতে খুব কষ্ট হয় মাঝে মাঝে।
মুছে ফেলুন | ব্লক করুন | রিপোর্ট করুন
১৩ ফেব্রুয়ারী ২০১৩; দুপুর ০৩:১৫
975949

উদার আকাশ লিখেছেন : শফিউর রহমান ভাইকে বলছি। নিচের বইটি পড়লে অনেক তথ্য পাবেন।

মাওলানা আব্দুর রহীম (রহ) জীবন ও কর্ম।
খাইরুন প্রকাশণী। ২০৮ পশ্চিম নাখাল পাড়া। লুকাস মোড়, ঢাক।

অথবা ইসলামিক ফাউন্ডেশনের বই মেলায় খাইরুন প্রকাশণীতে গেলে পাবেন। মেলা ১লা ফেব্রুয়ারী ২০১৩ থেকে ২৮ ফেব্রুয়ারী ২০১৩ পর্যন্ত।
মুছে ফেলুন | ব্লক করুন | রিপোর্ট করুন
২৬
989942
১২ ফেব্রুয়ারী ২০১৩; সন্ধ্যা ০৭:০০
Rezaul Islam লিখেছেন : বস!!!! নামাজে থাকার কারনে সময় মত কমেন্ট দিতে পারলাম না। আপনার এই দীর্ঘ অভিজ্ঞতা আমার ছিল না, কিন্তু আজ আপনার পোস্ট এর কল্যাণে অনেক কিছুই জানা গেল। দেশ ও তরুন দেরকে হুজুগ থেকে বাঁচানোর জন্য এই পোস্ট স্তিকি হওয়া উচিত ছিল... কিন্তু জানি তা হবে না। আমরাই এর দায়িত্ব নিব ইনশাআল্লাহ!!!

বিপদ যত গভীর হয়, সকাল তত ঘনিয়ে আসে। ইনশাআল্লাহ!!! আল্লাহ আপনাদের মত সচেতনদের মাধ্যমে সব অমানিসার অবসান ঘটাবেন। আমি আর লিখতে পারছি না...
জবাব দিন | মুছে ফেলুন | ব্লক করুন | রিপোর্ট করুন
১২ ফেব্রুয়ারী ২০১৩; সন্ধ্যা ০৭:৪৩
975365

মেজর রাহাত লিখেছেন : ধন্যবাদ রেজাউল ইসলাম ভাই। ভালো থাকবেন।
মুছে ফেলুন | ব্লক করুন | রিপোর্ট করুন
২৭
989950
১২ ফেব্রুয়ারী ২০১৩; সন্ধ্যা ০৭:১৩
আবু আদনান লিখেছেন : মহান আল্লাহ রাব্বুল ইজ্জত, তার প্রিয় রাসূল (সা) এবং ইসলাম নিয়ে ব্লগার নামের উল্লেখিত কিটেরা যা লিখেছে; তা পড়েও যদি আমাদের কিছূ করার না থাকে তাহলে বুঝা যায় আসলে আমরা মুসলিম নামের কলংক। আমাদের ঈমান বলতে কিছূ আছে বলে ধরে নেওয়া বোকামি।
হে আল্লাহ! আমাদের অক্ষমতাকে ক্ষমা করো।
জবাব দিন | মুছে ফেলুন | ব্লক করুন | রিপোর্ট করুন
১২ ফেব্রুয়ারী ২০১৩; সন্ধ্যা ০৭:৪৩
975366

মেজর রাহাত লিখেছেন : এসব তো কেবল নমুনা। আবারও বলছি, আপনার অনেকে ভদ্র মানসিকতার কারণে কল্পনাও করতে পারবেন না এরা কত ছোটলোক এবং নোংরা মানসিকতার।
মুছে ফেলুন | ব্লক করুন | রিপোর্ট করুন
২৮
989955
১২ ফেব্রুয়ারী ২০১৩; সন্ধ্যা ০৭:২০
অকপট শুভ্র লিখেছেন : এই ব্লগ গায়েব হলে সোনা ব্লগকেও চীরজীবনের জন্য বিদায় জানাবো
জবাব দিন | মুছে ফেলুন | ব্লক করুন | রিপোর্ট করুন
১২ ফেব্রুয়ারী ২০১৩; সন্ধ্যা ০৭:২৯
975339

মেজর রাহাত লিখেছেন : এ প্রসঙ্গে কবি মুকুন্দচন্দ রায় বলে গিয়েছেন 'কাভি আল বিদা না ক্যাহনা'!!
মুছে ফেলুন | ব্লক করুন | রিপোর্ট করুন
২৯
989957
১২ ফেব্রুয়ারী ২০১৩; সন্ধ্যা ০৭:২৪
স্বপন ভোমরা বর্ডার, সাতক্ষীরা লিখেছেন : অমি পিয়াল, জেবতিক, সবাক, স্বাচিপ নেতা এইসব বাম নাস্তিক আর আওয়ামীদের হাত থেকে আন্দোলনটাকে বাঁচানো দরকার। হাজার হাজার সাধারণ মানুষের দেশপ্রেমকে পুঁজি করে এরা সুবিধা নিতে চাইছে। অনেক ধন্যবাদ পিলাচ
জবাব দিন | মুছে ফেলুন | ব্লক করুন | রিপোর্ট করুন
১২ ফেব্রুয়ারী ২০১৩; সন্ধ্যা ০৭:৪৪
975367

মেজর রাহাত লিখেছেন : ধন্যবাদ। বর্ডার পোষ্ট শক্তভাবে দখলে রাখুন
মুছে ফেলুন | ব্লক করুন | রিপোর্ট করুন
৩০
989960
১২ ফেব্রুয়ারী ২০১৩; সন্ধ্যা ০৭:২৭
মু. নূরনবী লিখেছেন : মেজর সাহেব...এই কাহিনী অনেক আগ থেকেই জানি।

কিন্তু কাকে বলব?

যাই হোক...আপনি সেগুলোর সংকলন রেখেছেন।

আমি অনুরোধ করব..সকল ব্লগার তাদের ফেসবুকে শেয়ার করবেন।

আপনার জন্য দোয়া এবং যথারীতি বুকের মাঝে জায়গা করে নিলেন।
জবাব দিন | মুছে ফেলুন | ব্লক করুন | রিপোর্ট করুন
১২ ফেব্রুয়ারী ২০১৩; সন্ধ্যা ০৭:৪৫
975368

মেজর রাহাত লিখেছেন : ধন্যবাদ। সচেতন করার জন্য প্রচেষ্টার কোন বিকল্প নাই। শাহবাগে এই লেখাটা লিফলেট করে ছড়ানোর জন্য এক শুভাকাংখী অনুমতি চেয়েছেন, তাকে বলেছি অনুমতির কোন দরকার নেই, কোন কপিরাইট নেই।

ভালো থাকবেন।
মুছে ফেলুন | ব্লক করুন | রিপোর্ট করুন
৩১
989962
১২ ফেব্রুয়ারী ২০১৩; সন্ধ্যা ০৭:২৮
আবু জারীর লিখেছেন : মারাত্মক কথা। এদের মূল টার্গেট আসলে ইসলাম যদি তৌহিদী জনতা তা বুঝত।
জবাব দিন | মুছে ফেলুন | ব্লক করুন | রিপোর্ট করুন
১২ ফেব্রুয়ারী ২০১৩; সন্ধ্যা ০৭:৪৭
975369

মেজর রাহাত লিখেছেন : ধন্যবাদ। বড় বড় দুর্যোগে যে যার সুবিধা নিতে চায়, মাঝখান থেকে সাধারণ মানুষের কপালে ঘন্টা।
মুছে ফেলুন | ব্লক করুন | রিপোর্ট করুন
৩২
989964
১২ ফেব্রুয়ারী ২০১৩; সন্ধ্যা ০৭:৩৬
বাকপ্রবাস লিখেছেন : স্টিকি হোক সবাই চাইছে, মডারেশন একটু নজর দেবেন আশা করি
জবাব দিন | মুছে ফেলুন | ব্লক করুন | রিপোর্ট করুন
১২ ফেব্রুয়ারী ২০১৩; সন্ধ্যা ০৭:৪৮
975370

মেজর রাহাত লিখেছেন : হাহাহাহাহাহাহাহাহাহাহাহা। আনন্দ দিলেন ভাই। যাইহোক, ছড়িয়ে দিন। মডুরা খেয়ে না ফেললে তাই অনেক এবং তার জন্যই কৃতজ্ঞতা। তাদেরও প্রাণের ভয় আছে সম্ভবত।
মুছে ফেলুন | ব্লক করুন | রিপোর্ট করুন
৩৩
989968
১২ ফেব্রুয়ারী ২০১৩; সন্ধ্যা ০৭:৪৩
বাচাল লোক লিখেছেন : আপনার এ পোস্টের লিংক ফেইসবুকে কয়েকটা পেজ-এ দিয়েছি।
জবাব দিন | মুছে ফেলুন | ব্লক করুন | রিপোর্ট করুন
১২ ফেব্রুয়ারী ২০১৩; সন্ধ্যা ০৭:৪৯
975373

মেজর রাহাত লিখেছেন : আপনাদের কারণেই দু/এক ঘন্টার ভেতরে একহাজার বারেরও বেশি পঠিত হলো।
মুছে ফেলুন | ব্লক করুন | রিপোর্ট করুন
৩৪
989970
১২ ফেব্রুয়ারী ২০১৩; সন্ধ্যা ০৭:৪৬
সুপ্ত সবুজ লিখেছেন : মানুষের আন্দোলন মানুষ দিয়ে হওয়া উচিত। পশুর চেয়ে নিকৃষ্ট প্রাণী দিয়ে নয়।
জবাব দিন | মুছে ফেলুন | ব্লক করুন | রিপোর্ট করুন
১২ ফেব্রুয়ারী ২০১৩; সন্ধ্যা ০৭:৫০
975374

মেজর রাহাত লিখেছেন : পুরোপুরি সহমত। মুল্যবান কথা বলেছেন একটা।
মুছে ফেলুন | ব্লক করুন | রিপোর্ট করুন
৩৫
989976
১২ ফেব্রুয়ারী ২০১৩; সন্ধ্যা ০৭:৫২
হাকালুকি লিখেছেন : মেজর ভাই, এতো হাটে হাড়ি ভেঙ্গে দিলেন । সাবধানে থাকবেন, ওদের জাঙ্গিয়া ধরে টান মেরেছেন ...।
জবাব দিন | মুছে ফেলুন | ব্লক করুন | রিপোর্ট করুন
১২ ফেব্রুয়ারী ২০১৩; রাত ০৮:০১
975384

মেজর রাহাত লিখেছেন : সরকার দেশে বিভিন্ন সাইটকে ব্লক করা শুরু করেছে। এখন এ ব্লগের দিকে সুনজর দেয় কি না তাও দেখার বিষয় বটে।
মুছে ফেলুন | ব্লক করুন | রিপোর্ট করুন
৩৬
989979
১২ ফেব্রুয়ারী ২০১৩; সন্ধ্যা ০৭:৫৪
ম্যাড আই মুডি লিখেছেন : প্রত্যেকটা শাহবাগগামী ছেলেমেয়ে এই পাপের অংশীদার হচ্ছে..... তারা আবার আমাদেরকে বলে ব্রেন ওয়াশড
জবাব দিন | মুছে ফেলুন | ব্লক করুন | রিপোর্ট করুন
১২ ফেব্রুয়ারী ২০১৩; রাত ০৯:০৬
975415

মেজর রাহাত লিখেছেন : ধন্যবাদ। আপনি আপনার দৃষ্টি থেকে দেখছেন। সবাই যার যার নিজের বু্দ্ধিতেই চলছে।
মুছে ফেলুন | ব্লক করুন | রিপোর্ট করুন
৩৭
989983
১২ ফেব্রুয়ারী ২০১৩; সন্ধ্যা ০৭:৫৫
raiyan লিখেছেন : what a strange country (BANGLADESH)!!!

In uk muslim can practise and express their opinion freely. No body make any bad comments about others believe, if does they face judiciery, suspension etc.

Bangladesh is a muslim majority country (by name, because people do not practise, do not give charity, engaged in corruption etc.). They do not stand for their religion. That's why it is happening in BD, specially when BAL is in power...

To moderator.
Please stick this post.
জবাব দিন | মুছে ফেলুন | ব্লক করুন | রিপোর্ট করুন
১২ ফেব্রুয়ারী ২০১৩; রাত ০৯:০৮
975421

মেজর রাহাত লিখেছেন : ঠিকই বলেছেন। ওরা অমুসলিম কিন্তু সভ্যতা আর মানবাধিকারে আমাদের চেয়ে অবশ্যই এগিয়ে।

বাংলাদেশের মুসলিমরা ভালো, বেশিরভাগ মানুষ সহজ সরল ও ধর্মভীরু। কিন্তু শহুরে শ্রেণী করাপ্টেড, এদের কাছ থেকে ধর্ম বা নৈতিকতা এখন আর আশা করা যায়না। অথচ এরাই নিয়ন্ত্রণকারী দেশের।
মুছে ফেলুন | ব্লক করুন | রিপোর্ট করুন
৩৮
989984
১২ ফেব্রুয়ারী ২০১৩; সন্ধ্যা ০৭:৫৫
ডা: নাজমুল অহসান লিখেছেন : সাবাশ মেজর সাহেব। পড়ে খুব ভালো লাগলো। ধন্যবাদ।
জবাব দিন | মুছে ফেলুন | ব্লক করুন | রিপোর্ট করুন
১২ ফেব্রুয়ারী ২০১৩; রাত ১১:১১
975535

মেজর রাহাত লিখেছেন : ধন্যবাদ ডাক্তার সাহেব
মুছে ফেলুন | ব্লক করুন | রিপোর্ট করুন
৩৯
989989
১২ ফেব্রুয়ারী ২০১৩; রাত ০৮:০৩
আহমাদ বাশার লিখেছেন : স্বয়ং মহান আল্লাহর সাথে যুদ্ধ ঘোষনা করেছে। কাবা ঘর ছেড়ে দিয়েছিলেন কুরাইশ নেতা প্রিয় নবীর দাদা আব্দুল মুত্তালিব। হস্তী বাহিনীকে আল্লাহ তায়ালা আবাবিল দিয়ে ধ্বংস করেদিয়েছিলেন। জামাত-শিবির ঘরে ফিরে যাক দেখুক স্বয়ং আল্লাহ তায়ালা ওদের কি পরিনাম তৈরী করে রেখেছেন।
জবাব দিন | মুছে ফেলুন | ব্লক করুন | রিপোর্ট করুন
১২ ফেব্রুয়ারী ২০১৩; রাত ১১:১১
975536

মেজর রাহাত লিখেছেন : আজকেও শিবিরের একটা বোকা ছেলে বেঘোরে প্রাণ হারালো নেতাদের স্বার্থের বলি হয়ে
মুছে ফেলুন | ব্লক করুন | রিপোর্ট করুন
৪০
989991
১২ ফেব্রুয়ারী ২০১৩; রাত ০৮:০৪
হূল লিখেছেন : আর এক মহুর্তও দেরি নয় ঝাপিয়ে পরুন এই অমানুষদের উপরে।
জবাব দিন | মুছে ফেলুন | ব্লক করুন | রিপোর্ট করুন
১২ ফেব্রুয়ারী ২০১৩; রাত ১১:১১
975539

মেজর রাহাত লিখেছেন : আপনার হুল আছে ঝাপিয়ে পড়েন, আমি আদালতে বিচার দেয়ায় বিশ্বাসী
মুছে ফেলুন | ব্লক করুন | রিপোর্ট করুন
৪১
989992
১২ ফেব্রুয়ারী ২০১৩; রাত ০৮:০৪
আউলা-ঝাউলা লিখেছেন : এটা নাস্তিকতা নয় .... এটা অন্যকিছু ... মডুদের ধন্যবাদ পোষ্টটিকে গুম না করার জন্য
জবাব দিন | মুছে ফেলুন | ব্লক করুন | রিপোর্ট করুন
১২ ফেব্রুয়ারী ২০১৩; রাত ১১:১২
975540

মেজর রাহাত লিখেছেন : ভালো একটা কথা বলেছেন। মডুদেরকে আন্তরিক আন্তরিক ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ
মুছে ফেলুন | ব্লক করুন | রিপোর্ট করুন
৪২
989999
১২ ফেব্রুয়ারী ২০১৩; রাত ০৮:১৪
সুপ্ত আগ্নেয়গিরি লিখেছেন : ভাই আপনারে অসংখ্য ধন্যবাদ। এইটা ছড়ায় দিতে হবে। আগে খাসীদের সামলাই পরে ছাগু!!!!!!!!!!
জবাব দিন | মুছে ফেলুন | ব্লক করুন | রিপোর্ট করুন
১২ ফেব্রুয়ারী ২০১৩; রাত ১১:১২
975541

মেজর রাহাত লিখেছেন : হাহাহাহাহাহাহাহাহা। ধন্যবাদ।
মুছে ফেলুন | ব্লক করুন | রিপোর্ট করুন
৪৩
990002
১২ ফেব্রুয়ারী ২০১৩; রাত ০৮:১৬
অভিযাত্রিক লিখেছেন : ছবিতে মন্তব্যগুলো দেখে নির্বাক। এতো অসভ্যতা আর পশুসুলভ মানসিকতার চুড়ান্ত। আল্লাহ এদের হেদায়েত দিন অথবা শাস্তি দিন।
জবাব দিন | মুছে ফেলুন | ব্লক করুন | রিপোর্ট করুন
১২ ফেব্রুয়ারী ২০১৩; রাত ১১:১২
975542

মেজর রাহাত লিখেছেন : ধন্যবাদ।
মুছে ফেলুন | ব্লক করুন | রিপোর্ট করুন
৪৪
990004
১২ ফেব্রুয়ারী ২০১৩; রাত ০৮:১৭
আমিন মোহাম্মদ লিখেছেন : আমি সত্যিই এ রকম একটি লেখা আশা করতেছিলাম। খুব সুন্দর এবং তথ্য ভিত্তিক লেখা হয়েছে। এ ধরনের লেখা আরো দিন, আমাদের মত দূর্বল ঈমানদারদের জন্য ভালো হয়।
জবাব দিন | মুছে ফেলুন | ব্লক করুন | রিপোর্ট করুন
১২ ফেব্রুয়ারী ২০১৩; রাত ১১:১২
975543

মেজর রাহাত লিখেছেন : ধন্যবাদ। ধন্যবাদ।
মুছে ফেলুন | ব্লক করুন | রিপোর্ট করুন
৪৫
990012
১২ ফেব্রুয়ারী ২০১৩; রাত ০৮:২৬
মনজুর রহিম লিখেছেন : তরুণ প্রজন্ম+নতুন প্রজন্ম+অনলাইন+ডিজিটাল+ব্লগার+এক্টিভিস্ট এসবের জগাখিচুড়ি মিলিয়ে এদেরকে হাজির করা হচ্ছে। মানুষ মনে করছে অনেক বড় কিছু।
বিরোধীদলের উচিত এদের মুখোশ খুলে দেয়া। কিন্তু বিএনপি সুশীল পত্রিকার পরামর্শমত রাজনীতি করে, সুশীল পত্রিকা পরামর্শ দেয় কঠিন আন্দোলনে জনদুর্ভোগ হবে, তাই বিএনপি নিরীহ রাজনীতি করছে। এদিকে রাজনীতির মাঠ সরকারিদল দখল করে ফেলেছে গৃহপালিতদের দিয়ে। এসব গৃহপালিত নিরপেক্ষদের দিয়ে আওয়ামি লিগ মাঠ দখল করে রাখবে আগামী নির্বাচন পর্যন্ত। বিএনপি হয়ে যাবে মুসলিম লীগ।
জবাব দিন | মুছে ফেলুন | ব্লক করুন | রিপোর্ট করুন
১২ ফেব্রুয়ারী ২০১৩; রাত ১০:৪১
975517

মেজর রাহাত লিখেছেন : বিএনপি আওয়ামীবিরোধীতায় ভর করে আর আওয়ামীবিরোধীতার সুফল ভোগ করে কতদিন চলবে? এর ভবিষ্যত খারাপ।
মুছে ফেলুন | ব্লক করুন | রিপোর্ট করুন
৪৬
990017
১২ ফেব্রুয়ারী ২০১৩; রাত ০৮:৩১
সত্যদর্শী লিখেছেন : Dear Mejor, thanks again fr yr nice post. Yr every post contain good values for con-temporary happenings around us. This is too eye opening for many blog-illiterate like me. Also would request you to spend some seconds fr visiting my blog house .
জবাব দিন | মুছে ফেলুন | ব্লক করুন | রিপোর্ট করুন
১২ ফেব্রুয়ারী ২০১৩; রাত ১০:৪০
975515

মেজর রাহাত লিখেছেন : ধন্যবাদ ভাই, অনেক ধন্যবাদ। পরামর্শ রইলো আস্তে আস্তে বাংলা লেখা শিখে ফেলুন। বাংলা ব্লগে বাংলা ছাড়া চলবে না তো। আর ইংলিশ লেখা ইংলিশ ব্লগ বা ব্লগস্পটে দিয়ে রাখতে পারেন। দেখা হবে।
মুছে ফেলুন | ব্লক করুন | রিপোর্ট করুন
৪৭
990018
১২ ফেব্রুয়ারী ২০১৩; রাত ০৮:৩১
সাকিল লিখেছেন : কি বলব হতবাক!এরা যদি নেতা হয় তাহলে দেশের সামনে অন্ধকার।
জবাব দিন | মুছে ফেলুন | ব্লক করুন | রিপোর্ট করুন
১২ ফেব্রুয়ারী ২০১৩; রাত ১০:৩৯
975513

মেজর রাহাত লিখেছেন : আল্লাহ ভরসা
মুছে ফেলুন | ব্লক করুন | রিপোর্ট করুন
৪৮
990020
১২ ফেব্রুয়ারী ২০১৩; রাত ০৮:৩৫
সত্য সবার উপর লিখেছেন : স্টিকি হবে না এই পোস্ট জানি কারন নাই বা লিখলাম।
জবাব দিন | মুছে ফেলুন | ব্লক করুন | রিপোর্ট করুন
১২ ফেব্রুয়ারী ২০১৩; রাত ১০:৩৮
975512

মেজর রাহাত লিখেছেন : হাহাহাহাহাহাহাহাহা। ধন্যবাদ।
মুছে ফেলুন | ব্লক করুন | রিপোর্ট করুন
৪৯
990021
১২ ফেব্রুয়ারী ২০১৩; রাত ০৮:৩৬
সত্যদর্শী লিখেছেন : Dear Modaretors, pls make this post sticky- its our (majority of bloggers) simple demand.
জবাব দিন | মুছে ফেলুন | ব্লক করুন | রিপোর্ট করুন
১২ ফেব্রুয়ারী ২০১৩; রাত ১০:৩৮
975511

মেজর রাহাত লিখেছেন :
মুছে ফেলুন | ব্লক করুন | রিপোর্ট করুন
৫০
990028
১২ ফেব্রুয়ারী ২০১৩; রাত ০৮:৪৪
মায়াপুরি লিখেছেন : এরা(নাস্তিকেরা) নাকি ইসলামিক প্রচার বন্ধ করে দিবে!!!

আপনারা কি এর প্রতিবাদ করবেন না???
জবাব দিন | মুছে ফেলুন | ব্লক করুন | রিপোর্ট করুন
১২ ফেব্রুয়ারী ২০১৩; রাত ১০:৩৭
975508

মেজর রাহাত লিখেছেন : এরা যা করার করবে তবে বিভিন্ন নাম দিয়ে আর উপায় ধরে। সুতরাং সাধারণ মানুষ সম্ভবত কিছু করবে না।
মুছে ফেলুন | ব্লক করুন | রিপোর্ট করুন
৫১
990029
১২ ফেব্রুয়ারী ২০১৩; রাত ০৮:৪৪
জবাব দিন | মুছে ফেলুন | ব্লক করুন | রিপোর্ট করুন
১২ ফেব্রুয়ারী ২০১৩; রাত ১০:৩৭
975507

মেজর রাহাত লিখেছেন : ধন্যবাদ
মুছে ফেলুন | ব্লক করুন | রিপোর্ট করুন
৫২
990034
১২ ফেব্রুয়ারী ২০১৩; রাত ০৮:৪৭
আব্দুস সামাদ লিখেছেন : মেজর সাব, পিছনে দেয়াল আর কত দূরে? সামনে আবার কবে চলব?
জবাব দিন | মুছে ফেলুন | ব্লক করুন | রিপোর্ট করুন
১২ ফেব্রুয়ারী ২০১৩; রাত ১০:৩৬
975505

মেজর রাহাত লিখেছেন : পেছনে কোন দেয়াল নাই। বাংলাদেশ যে পৃথিবীতে জাহান্নামের শোরুম এটা জানেন তো!
মুছে ফেলুন | ব্লক করুন | রিপোর্ট করুন
৫৩
990039
১২ ফেব্রুয়ারী ২০১৩; রাত ০৮:৫৫
আসিক-উল-হক লিখেছেন : আমার আল্লাহর অনেক ধৈর্য, তবে আল্লাহর প্রতি এই ঈমান আছে যে, এসব নাস্তিক ও নব্য ফেরাউন-নমরুদদরেকে আল্লাহ অবশ্যই এমনভাবে লান্ছিত ও ধ্বংশ করবে যেখান থেকে আর ব্যাক করার সুযোগ থাকবে না।
জবাব দিন | মুছে ফেলুন | ব্লক করুন | রিপোর্ট করুন
১২ ফেব্রুয়ারী ২০১৩; রাত ১০:৩৬
975503

মেজর রাহাত লিখেছেন : আল্লাহ সম্পর্কে ভালোভাবে জানিনা। পড়ালেখা করে জানতে হবে।
মুছে ফেলুন | ব্লক করুন | রিপোর্ট করুন
৫৪
990058
১২ ফেব্রুয়ারী ২০১৩; রাত ০৯:১২
satrang09 লিখেছেন : পোষ্টি স্টিকি করা হোক
জবাব দিন | মুছে ফেলুন | ব্লক করুন | রিপোর্ট করুন
১২ ফেব্রুয়ারী ২০১৩; রাত ১০:৩৫
975500

মেজর রাহাত লিখেছেন :
মুছে ফেলুন | ব্লক করুন | রিপোর্ট করুন
৫৫
990069
১২ ফেব্রুয়ারী ২০১৩; রাত ০৯:১৬
মাহমুদ নাইস লিখেছেন : নিজেকে আর মানাতে পারছি না। কবে যে এসব ধ্বংশের মাধ্যমে মনে প্রশান্তি পাব! আমিন!
জবাব দিন | মুছে ফেলুন | ব্লক করুন | রিপোর্ট করুন
১২ ফেব্রুয়ারী ২০১৩; রাত ১০:৩৫
975499

মেজর রাহাত লিখেছেন : হাহাহাহাহাহাহাহা। নাইস সাহেব মাথা ঠান্ডা করুন আর যোগ্য হয়ে উঠুন। পৃথিবী যোগ্যদের পদানত চিরকাল।
মুছে ফেলুন | ব্লক করুন | রিপোর্ট করুন
৫৬
990097
১২ ফেব্রুয়ারী ২০১৩; রাত ০৯:৪১
পলাশ লিখেছেন : মেজর সাহবের নাম ছাগুর তালিকায় উঠতে বেশী সময় লাগবে না!
তয় আপনার স্ক্রীনশটগুলা দেখে আমরা ধারনা নিলাম ওরা কারা!
অবশ্য শাহবাগীদের এতে কিছু আসে যায় না। মানুষ ক্ষ্যাম্পটা নাঁচ, তাল তাম্বুরার সাথে বিপরীত সেক্সের কিছু উষ্ঞতাও বেশ ভালই পছন্দ করে। এসব ক্ষেত্রে তরুন যুবক শ্রেনীর আকর্ষন একটু বেশীই থাকে!
জবাব দিন | মুছে ফেলুন | ব্লক করুন | রিপোর্ট করুন
১২ ফেব্রুয়ারী ২০১৩; রাত ১০:৩৪
975497

মেজর রাহাত লিখেছেন : হাহাহাহাহাহা। ব্লগিং করি বহু বছর, কত লিষ্টে কত নাম উঠলো হরিদাস পালের কবিতাটা মনে আছে তো ভ্রাতা? ওদেরকে ওদ্দুরও পুছি না।
মুছে ফেলুন | ব্লক করুন | রিপোর্ট করুন
৫৭
990112
১২ ফেব্রুয়ারী ২০১৩; রাত ০৯:৪৮
মো: মনিরুল ইসলাম (মনির) লিখেছেন : আগের যুগের নাস্তিকরা আল্লাহকে অস্বীকার করত ঠিকই। কিন্তু তারা এভাবে গালিগালাজ করে নাই। বর্তমান যুগের নাস্তিকরা (নাস্তিক বললে ভুল হবে, ইসলাম বিদ্ধেশী) তাদেরকে চাড়িয়ে গেছে। অতীতে নাস্তিকরা যে শাস্তি পেয়েছিল, বর্তমান নাস্তিকদের আল্লাহপাক তাদের ছেয়ে শতগুন বেশি শাস্তি দিবেন। সে সময় বেশি দুরে নয়।
জবাব দিন | মুছে ফেলুন | ব্লক করুন | রিপোর্ট করুন
১২ ফেব্রুয়ারী ২০১৩; রাত ১০:৩৩
975495

মেজর রাহাত লিখেছেন : আগের যুগ সম্পর্কে আমার অবশ্য তেমন ধারণা নেই। বিদেশী পরিচিত নাস্তিকরা এরকম চাড়াল না। বাংলাদেশের এগুলো সম্ভবত নিজগুণেই সারমেয় টাইপের হয়েছে।
মুছে ফেলুন | ব্লক করুন | রিপোর্ট করুন
৫৮
990134
১২ ফেব্রুয়ারী ২০১৩; রাত ১০:১৩
আবূসামীহা লিখেছেন : ব্লগ পোস্ট খানা এখনো এই ব্লগের মডু টিকিয়ে রেখেছেন! বিশাল ব্যাপার!
জবাব দিন | মুছে ফেলুন | ব্লক করুন | রিপোর্ট করুন
১২ ফেব্রুয়ারী ২০১৩; রাত ১০:৩১
975491

মেজর রাহাত লিখেছেন : আপনারা আর সাকো নাড়োনোর কথা মনে করিয়ে দেবেন না প্লিজ।

আপনিও তো অনেক পুরনো ব্লগার, ভালোভাবেই জানেন এরা কি করে আসছে। এখানে যা নমুনা তা তো আইসবার্গের টিপস, অথচ পাবলিক কিছুই জানেনা। গোয়েবলস ও আজকের বাংলাদেশ দেখলে লজ্জায় মরে যেতো।
মুছে ফেলুন | ব্লক করুন | রিপোর্ট করুন

9 comments:

  1. ৩৫৯৯৩ বার পঠিত, ৩৭৯ টি মন্তব্য
    ১৩৪ জনের পছন্d till 1am 15-02-2013

    ReplyDelete
  2. আমি বলি, "শাহবাগ"
    ছাগু বলে, "ভাদা ভাগ"
    আমি বলি, "পদ্মা সেতু, হলমার্ক"
    হাম্বা বলে, "ছাগু ভাগ"
    ছাগু-হাম্বা চিৎকারে
    জনগণ হতবাক!

    ReplyDelete
  3. এই লিংকে যে ভিডিও আছে (https://www.facebook.com/photo.php?v=10151310130375017), সেখানে মুক্তিযোদ্ধা পরিমল হালদার তিনজন আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে সুস্পষ্ট যুদ্ধাপরাধের অভিযোগ এনেছেন। শাহবাগ থেকে এদের গ্রেফতারের আল্টিমেটাম কবে দেয়া হবে? নাকি বর্তমানে বিচারাধীন রাজাকারদের বিচার শেষ হলেই দেশ কলঙ্কমুক্ত হবে?

    ReplyDelete
  4. সব গুলো মন্তব্য সংগৃহীত।

    ReplyDelete
  5. আপনাকে আল্লাহ্‌ দুনিয়া ও আখিরাতে ক্ষমা করে দিন এই কাজটির উসিলায়। আমি এই লিখাটি সোনারবাংলেদেশ ব্লগে পড়েছি। কিন্তু সেটা এখন বন্ধ হয়ে গিয়েছে। এখানে স্ক্রিনশট শো করছে না। আপনি হয়ত সোনারবাংলেদেশ থেকে হটলিঙ্ক করেছিলেন।

    আপনার কাছে স্ক্রীনশতগুলো থেকে থাকলে দয়া করে আবার আপলোড করুন।

    আপনাকে এই লিখাটা পড়ে মন্তব্য করার জন্য অনুরোধ জানাচ্ছি।

    "“নূরানী চাপা সমগ্র” কি থাবা বাবার ব্লগ? থাবা বাবার ব্লগ আসলে কোনটি?"
    http://bit.ly/YzYb91

    ReplyDelete
  6. oshesh dhonnobad apnake apnar lekhatir jonno...ei nastikder sathe gola miliye keu keu bole desher jonno morse deshprem imaner ongo...hayre je dhormo mane na iman mane na she dhorme quote keno kore?

    ReplyDelete
  7. subgolo mfaguloler dol akhane.allah thader ke hidaiyat koron amin?

    ReplyDelete
  8. Ragib Hasan nam er ekjon asey. she o monee hoi ei dol er. tar somporkey jodi apnar jana thakey janan ...

    ReplyDelete
  9. He Allah, ai nastik der hedayoth korun......ameen

    ReplyDelete