Tuesday, December 11, 2012

কে এই রায়হান রশীদ!

কয়দিন যাবত ট্রাইবুনাললিক্স প্রসঙ্গ নিয়ে আলোচনার শেষ নেই। হাটে মাঠে ঘাটে এ নিয়ে কথা চলছেই। ফাঁস হয়ে যাওয়া কথোপকথনের রেকর্ড থেকে আমরা কিছু নাম জানতে পেরেছি। মোহসেনা, প্রবীর, ভিসি আনোয়ারের ছেলে, সিমন, জিয়াউদ্দিন প্রমুখ। 

এদের একজন হলেন রায়হান রশীদ। রায়হান রশীদ একজন দেশপ্রেমিক, মুক্তিযুদ্ধের চেতনায় নিবেদিত এবং বামপন্ন্থী আদর্শের সৈনিক। 


মেধা ও যোগ্যতার কারণে অল্প বয়সেই তিনি আজ এতোদূরে পৌছেছেন। তার সবচেয়ে বড় যোগ্যতা হলো তিনি সম্পূর্ণ আত্মপ্রচারবিমুখ। নিঝুম পিয়াল সুশান্তের মতো তিনি ফাতরা টাইপের অশিক্ষিত যৌনপরায়ণ ছোটলোক নন, বরং জ্ঞান ও প্রজ্ঞা তাকে বিনীত ও স্থিরচিত্ত করেছে। তার এই গুণের কারণে বিদেশী সংস্থাগুলো তাকে যোগোযোগের জন্য বাছাই করে নিয়েছে। পর্দার আড়াল থেকে বাংলাদেশের মন্ত্রী, আমলা ও বিচারক পর্যায়ের লোকদেরকে পর্যন্ত তিনি পরিচালনা করে যাচ্ছেন সুদূর ইংল্যান্ড থেকে। 

চট্টগ্রামের সেন্ট প্লাসিডস স্কুলে পড়ার সময় শৈশবেই এই মেধাবী মানুষটি খেলাঘরের আসরের মাধ্যমে কমিউনিজমের সাথে যুক্ত হন। পরবর্তীতে ফৌজদারহাট ক্যাডেট কলেজে পড়ার সময় এ বিশ্বাস তার দৃঢ় হয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এলএলবি ও এলএলএম পড়ার সময় তিনি ছাত্র ইউনিয়নের একনিষ্ঠ যোদ্ধা ও কর্মী ছিলেন। এরপর তিনি ইংল্যান্ডের ইউনিভার্সিটি অভ নটিংহাম থেকে আরেকটি মাষ্টার্স করেন। বর্তমানে তিনি বাকিংহাম বিশ্ববিদ্যালয়ে পার্টটাইম পড়াচ্ছেন ও অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের একটি সেন্টারে বাংলাদেশের তেল গ্যাস খনিজ অনুসন্ধানের নীতিমালার উপর পিএইচডি গবেষণা করছেন। 


চট্টগ্রামে জন্ম নেয়া অত্যন্ত মেধাবী এই বাংলামায়ের সন্তানটি সারা পৃথিবীর সমমনা বামপন্থী ও আওয়ামী পন্থীদের কে একত্রিত করেছেন, সবার কাছ থেকে কাজ আদায় করে নিচ্ছেন ও মানবতাবিরোধী অপরাধ বিচারে প্রায় সমস্ত বুদ্ধিবৃত্তিক সাহায্য দিচ্ছেন পেছন থেকে, এবং বিদেশী অর্থসাহায্য গুলোর সমন্বয় সাধন করছেন। সবমিলে তিনি জামাত নেতাদের ফাসীর দড়িতে ঝুলানোর নিপূণ পরিকল্পনাটি করেছেন এবং অত্যন্ত জটিল এই অর্কেষ্ট্রায় মাষ্টারের ভুমিকা পালন করে যাচ্ছেন। 

এই সমস্ত গুরুদায়িত্ব পালন করার পাশাপাশি যে সকল ওয়েবসাইট ও সংগঠন তিনি সক্রিয়ভাবে পরিচালনা করছেন তার তালিকা দেখলেও চমকে উঠতে হয়। ইবাংলাদেশ ডটকম, আমারব্লগ, সচলায়তন, ক্যাডেট কলেজ ব্লগ, সেন্টার ফর জেনোসাইড ষ্টাডিজ, মুক্তমনা, বাংলাদেশ জেনোসাইড আর্কাইভ, নিউজ বাংলা এবং লন্ডন লয়ার্স ফোরাম এইসব উদ্যোগ তারই ব্রেইনচাইল্ড ও তার সরাসরি কনসালটেন্সিতে একদল ত্যাগী কর্মী বাহিনী দ্বারা পরিচালিত হচ্ছে। 

রায়হান রশীদ দুর্লভ সেই বাংলাদেশীদের একজন, যিনি সবসময় কাজ করেন কিন্তু নিজেকে আড়ালে রাখেন। আমরা তাঁর দীর্ঘজীবন ও সফলতা কামনা করছি। ব্যাক্তিগতভাবে আমি তাঁর ভক্ত হয়ে পড়েছি। সরকারপ্রধানকে কনভিন্স করা, গুরুত্বপূর্ণ মন্ত্রীদেরকে হাতের মুঠোয় নিয়ে আসা, বিদেশী সংস্থাগুলোকে সমন্বয় করা এতোসব করে এই একটি মানুষ বাংলাদেশের ভুদাই সংগঠন জামাতকে নাস্তানাবুদ করে ছেড়েছে। 

রাজনীতি করে সত্তর আশি নব্বই হয়েছে যে লোকগুলোর বয়স, তাদেরকে বেকুব বানিয়ে চৌদ্দশিকের ভেতর ঢুকিয়ে দিয়েসে এবং ফাসীর দড়ির একদম কাছাকাছি পৌছে দিয়েসে, এই এক জীবনে এরচেয়ে বড় কৃতিত্ব আর কি প্রয়োজন! 



তথ্য ও ছবি কৃতজ্ঞতা: বিসিআই সোর্স

বিষয়শ্রেণী: বিবিধ
 
 
 
১৬৯ বার পঠিত, ১১ টি মন্তব্য
২ জনের পছন্দ
আপনি রেটিং দিতে পারবেন না।
পাঠকের মন্তব্য:
মন্তব্যের জবাব দিতে সমস্যা হলে এখানে ক্লিক করুন এবং নতুন পাতায় মন্তব্য লিখুন
933293
১২ ডিসেম্বর ২০১২; রাত ০১:৩৯
তারাচাঁদ লিখেছেন : বামপন্থী কর্মবীর এই মানুষটির জীবনী তুলে ধরার জন্য আপনাকে স্যালুট, মেজর সাহেব ।
জবাব দিন | মুছে ফেলুন | ব্লক করুন | রিপোর্ট করুন
১২ ডিসেম্বর ২০১২; রাত ০১:৫১
924187

মেজর রাহাত লিখেছেন : পাল্টা স্যালুট
মুছে ফেলুন | ব্লক করুন | রিপোর্ট করুন
933298
১২ ডিসেম্বর ২০১২; রাত ০১:৪১
নূরে আলম লিখেছেন : ইনফরমেশানগুলোর জন্য ধন্যবাদ।
জবাব দিন | মুছে ফেলুন | ব্লক করুন | রিপোর্ট করুন
১২ ডিসেম্বর ২০১২; রাত ০১:৫১
924188

মেজর রাহাত লিখেছেন : আপনাকেও ধন্যবাদ
মুছে ফেলুন | ব্লক করুন | রিপোর্ট করুন
933303
১২ ডিসেম্বর ২০১২; রাত ০১:৫০
মনসুর লিখেছেন :  
মানুষ কাজ করে, ফলাফল মহান আল্লাহ কতৃক নির্ধারিত হয়। 
মানুষকে ভালো বা খারাপ বলা যায় তার কাজের পরোপ্রেক্ষিতে। 
- 
আপনার বিশ্লেষনে রায়হান রশীদ একজন দেশপ্রেমিক, মুক্তিযুদ্ধের চেতনায় নিবেদিত এবং বামপন্ন্থী আদর্শের সৈনিক - আসলেই অনেক কাজ করেছেন দেশের জন্য। 
- 
মহান আল্লাহ-তায়ালা আমাদেরকে হেদায়েত দিয়ে উম্মতে মুহাম্মাদী [সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম] হিসাবে কবুল করে দুনিয়া ও আখেরাতে সকল নেক কামিয়াবী দান করুন -আমীন।
জবাব দিন | মুছে ফেলুন | ব্লক করুন | রিপোর্ট করুন
১২ ডিসেম্বর ২০১২; রাত ০১:৫৩
924189

মেজর রাহাত লিখেছেন : আপনাদের সাথে আদর্শের পার্থক্য থাকতে পারে, বিশেষ করে আপনি যেখানে একজন বিশ্বাসী মানুষ ও তিনি কমিউনিষ্ট। কিন্তু এমন একজন কর্মবীর মানুষের অর্জনকে স্বীকৃতি দিয়ে আপনি মহত্ত্বের পরিচয় দিয়েছেন।
মুছে ফেলুন | ব্লক করুন | রিপোর্ট করুন
933313
১২ ডিসেম্বর ২০১২; রাত ০২:১৫
চে গুয়েভারা লিখেছেন : পড়ে খুব ভাল লাগল।মেধাবী মানুষদের কথা শুনলে ভাল লাগে।
জবাব দিন | মুছে ফেলুন | ব্লক করুন | রিপোর্ট করুন
933317
১২ ডিসেম্বর ২০১২; রাত ০২:২৭
এম_আহমদ লিখেছেন : ফ্যাসিস্ট বৈশিষ্ট্যে গঠিত মিলিটেন্ট জাতিয়তাবাদী আন্দোলনকে কেন্দ্র করে একাত্তরের যুদ্ধ একবিংশ শতাব্দীতে করতে আসায় কৃতিত্ব কীভাবে প্রকাশ পায় -সেটাই হয় বড় প্রশ্ন। একাত্তরের নির্যাতনের আওয়াজ তুলে যার তার দিকে অঙ্গুলী নির্দেশ এবং বিভিন্ন পত্রিকার কাটিং দেখে প্ররোচিত হওয়া ও আবেগী আন্দোলনে জড়িয়ে পড়াতে জ্ঞান ও বিবেকও দারুণভাবে প্রশ্নবিদ্ধ হওয়ার স্থানও রয়েছে।
জবাব দিন | মুছে ফেলুন | ব্লক করুন | রিপোর্ট করুন
933319
১২ ডিসেম্বর ২০১২; রাত ০২:২৯
NOKIA লিখেছেন : মেজর সাহেব , এত রাত জেগে পোস্ট দেবার জন্য ধন্যবাদ - তারিফ টা একটু বেশি হয়ে গেলো না ? কাউকে সীমাহীন উপরে তুলে ফেলেন আবার কাউকে মাঠির নীচে ঢুকান - কেমন আছেন আপনি ?
জবাব দিন | মুছে ফেলুন | ব্লক করুন | রিপোর্ট করুন
933320
১২ ডিসেম্বর ২০১২; রাত ০২:৩০
হায়পোথিসেস লিখেছেন : কিন্তু ন্যায় বিচার না করে কি করে ষড়যন্ত্রের মাধ্যমে বাছাই করা বিরোধি আদর্শের কিছু লোক কে ফাসিয়ে দেয়া যায় তার মাষ্টার মাইন্ডার নিশ্চয় প্রসংসার যোগ্য হতে পারেন না। 

নিখুত পরিকল্পনার মাধ্যমে, মিথ্যা সাক্ষী জোগাড় করে, কি ভাবে রায় লিখলে বিশ্ব দরবারে গ্রহন যোগ্য হবে তার পরামর্শক নিশ্চয় বাহবা পেতে পারেন না। 
যদি এসব গুন অর্জন প্রশংসার যোগ্য হয়, তাহলে ত লর্ড ক্লাইভ, মির জাফর, জগৎ শেঠ সবাই জাতির শ্রেষ্ঠ সন্তান হতে পারেন। 

আপনি কি বলেন?
জবাব দিন | মুছে ফেলুন | ব্লক করুন | রিপোর্ট করুন
933321
১২ ডিসেম্বর ২০১২; রাত ০২:৩১
পথিক লিখেছেন : এক সৈনিকের অধীনে মেজর সাহেবের দিন ভাল কাটবে আশা করছি! 
তবে নৌকা মাঝ দরিয়ায় ডুবে যাওয়ার আগে সাহায্যের জন্য নিশ্চই ভুদাইদের ডাকবেন না! 
জবাব দিন | মুছে ফেলুন | ব্লক করুন | রিপোর্ট করুন

Thursday, December 6, 2012

উইকিলিকসের পর বাংলাদেশে ঘটলো ট্রাইবুনালিকসঃ কি বেরুতে যাচ্ছে ছিদ্র দিয়ে?

এই মুহুর্তে অনলাইন নিউজপোর্টালগুলোতে একটা দরকারী খবর আছে। অপরাধ ট্রাইবুনাল লন্ডনের ম্যাগাজিন দি ইকনমিষ্ট এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে যাচ্ছে। অনেকের প্রশ্ন ছিলো এ ট্রাইবুনাল কিভাবে আন্তর্জাতিক হয়। এখন শেষ পর্যন্ত ট্রাইবুনালের কাজকর্ম আন্তর্জাতিক পরিসরে প্রবেশ করলো। আর কোন সন্দেহ নাই।



খবরগুলো পড়ে বুঝা যায়, আর কয়দিন পরেই ঐ ম্যাগাজিনের লন্ডনী সম্পাদক আর দক্ষিণ এশিয়া চিফকে ডান্ডাবেড়ী পরিয়ে আদালতে তোলা হবে। সুতরাং আমরা আশা করতে পারি, পরের মাসে হোয়াইট হাউসের বিরুদ্ধে ব্যাবস্থা নেবে, বারাক ওবামাকে ডান্ডাবেড়ী পরানো হবে। ইনশাআল্লাহ শেষ পর্যন্ত ডান্ডাবেড়ী পড়বে মঙ্গলগ্রহের এলিয়েনরাও। ট্রাইবুনাল যে আন্তর্জাতিক তা প্রমাণ করে দেখানো হচ্ছে। এবং শেষপর্যন্ত তা আন্তমহাজাগতিক ট্রাইবুনাল হয়ে দাড়াবে।

বিচারপতি নাসিমুল হক নাসিম সাহেবের ধুতি খুলে গেসে। তিনি স্কাইপে বসে বসে আহমেদ জিয়াউদ্দিন, নিঝুম মজুমদার, অমি পিয়াল সহ বিভিন্ন বড় ছোট তালেবরদের কাছ থেকে নির্দেশনা নেন। তালিকায় আরো বড় বড় আন্তর্জাতিক মাল খাঁ রাও আছেন। তাই নাসিম সাহেব রুলনিশি দিসেন, আমার ধুতি খোলা যাবে না। এইসব রেকর্ডিং প্রকাশ করা যাবেনা।

আহমেদ জিয়াউদ্দিন হলো শেখ হাসিনার পাচাটা তথাকথিত বুদ্ধিজীবি। প্রথম আলোতে দালাল জিয়াউদ্দিনের স্বাক্ষাতকার ও নিচের মন্তব্যগুলো মন দিয়ে পড়লে বুঝা যাবে।

চাটাদের সম্ভবত মনে নেই যে ইকনমিষ্ট আর বাংলাদেশের মিডিয়াতে পার্থক্য আছে। চোর বাটপারের বাংলাদেশকে তারা পাঁচপয়সার দামও দেয়না। আর কনভারসেশনটা ইউটিউবে আপলোড হয়ে গেলে বাংলাদেশ সরকারের ইউটিউব খুলে দেয়া আরো পিছিয়ে যাচ্ছে, এও নিশ্চিত।

http://bdnews24.com/bangla/details.php?cid=2&id=212813&hb=top 

http://www.real-timenews.com/newsdetail/detail/1/3/55668#.UMBWXeR02OM 

http://banglanews24.com/detailsnews.php?nssl=bce35ac03d2f984b9690e4500de02f89&nttl=06122012156138
বিষয়শ্রেণী: বিবিধ





১৪৭১ বার পঠিত, ১০৫ টি মন্তব্য
১৯ জনের পছন্দ
আপনি রেটিং দিতে পারবেন না।
পাঠকের মন্তব্য:
মন্তব্যের জবাব দিতে সমস্যা হলে এখানে ক্লিক করুন এবং নতুন পাতায় মন্তব্য লিখুন
927579
০৬ ডিসেম্বর ২০১২; দুপুর ০২:২৭
চোরাবালি লিখেছেন :     
জবাব দিন | মুছে ফেলুন | ব্লক করুন | রিপোর্ট করুন
০৬ ডিসেম্বর ২০১২; দুপুর ০২:৩৩
919499

মেজর রাহাত লিখেছেন : ধুতির তলায় কি? আন্তমহাজাগতিক .......   
মুছে ফেলুন | ব্লক করুন | রিপোর্ট করুন
০৬ ডিসেম্বর ২০১২; দুপুর ০৩:৪৮
919561

মৃদুভাষী লিখেছেন : @চুরাবালি,    
সব কথা তো আর আসল নামে কওয়া যায় না। কারন তাতে বিপদের আশংকা আছে।
মুছে ফেলুন | ব্লক করুন | রিপোর্ট করুন
927592
০৬ ডিসেম্বর ২০১২; দুপুর ০২:৪৫
বাকপ্রবাস লিখেছেন : ওদের ধুতির তলায় নাট বলটু কিছু নায় ধুতি খুলার আগে ক্রিত্রিম নাটবল্টু জোগাড়ের অনুরোধ রইল, কিছু একটা না থাকলে খালি খালি লাগে
জবাব দিন | মুছে ফেলুন | ব্লক করুন | রিপোর্ট করুন
০৬ ডিসেম্বর ২০১২; দুপুর ০২:৪৯
919503

বাকপ্রবাস লিখেছেন : ঢাকা, ডিসেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আদালতের কাজে হস্তক্ষেপ ও বিচারকের ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন করায় প্রভাবশালী ব্রিটিশ সাময়িকি ইকনোমিস্টের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেয়া হবে না, তা জানতে চেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। 

ইকনোমিস্টের সম্পাদক ও দক্ষিণ এশিয়া ব্যুরো প্রধানকে তিন সপ্তাহের মধ্যে এর ব্যাখ্যা দিতে বলা হয়েছে। 

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি নিজামুল হক বৃহস্পতিবার সকালে এই আদেশ দেন। 

আদেশে তিনি বলেন, বিশ্বের বিভিন্ন আন্তর্জাতিক আদালতের কর্মপদ্ধতি ও বিচার প্রক্রিয়া সম্পর্কে জানতে ব্রাসেলসনিবাসী ড. আহমেদ জিয়াউদ্দিনের কাছ থেকে বিভিন্ন তথ্য ও সাহায্য নিয়ে আসছিল ট্রাইব্যুনাল। তার সঙ্গে যোগাযোগ হতো মূলত ই মেইল ও স্কাইপের মাধ্যমে। 

কয়েকদিন আগে বিচারক বুঝতে পারেন যে তার ই মেইল ও স্কাইপ অ্যাকাউন্ট আক্রান্ত (হ্যাকড) হয়েছে। 

এরপর বুধবার এক ব্যক্তি টেলিফোন করে ইকনোমিস্টের সাংবাদিক পরিচয় দিয়ে বিচারকের কাছে বিভিন্ন প্রশ্নের উত্তর জানতে চান। ওই ব্যক্তি বলেন, ই-মেইল ও স্কাইপের মাধ্যমে বিচারক যেসব তথ্য আদান প্রদান করেছেন তা তার হাতে রয়েছে। 

এভাবে বিচারকের ব্যক্তিগত নিরাপত্তা লঙ্ঘন, ট্রাইব্যুনালের বিচার কাজে হস্তক্ষেপ এবং বিচারককে টেলিফোন করে প্রশ্ন করার অভিযোগে কেন ইকনমিস্টের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে না আদেশে তা জানতে চেয়েছে ট্রাইব্যুনাল। 

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/জেকে/১২৩৫ ঘ

             
মুছে ফেলুন | ব্লক করুন | রিপোর্ট করুন
০৬ ডিসেম্বর ২০১২; দুপুর ০২:৫৩
919504

মেজর রাহাত লিখেছেন : "নোটিশে পত্রিকাটির সম্পাদক রব ডিফোর্ট ও দক্ষিণ এশিয়া ব্যুরো চিফ অ্যাডাম রবার্টের বিরুদ্ধে কেনো ব্যবস্থা নেওয়া হবে না মর্মে তিন সপ্তাহের মধ্যে জানাতে বলা হয়েছে।"

লেটেষ্ট খবর হইলো ডিফোর্ট সাহেব আর রবার্ট সাহেব ভয়ের চোটে মাটিতে গর্ত করিয়া লুকাই গেসে। উনারা ট্রাইবুনালের ব্যাবস্থার ভয়ে কাপতে কাপতে খালি প্রস্রাব করতেছেন, থামাইতে পারতেসেন না।   
মুছে ফেলুন | ব্লক করুন | রিপোর্ট করুন
০৬ ডিসেম্বর ২০১২; দুপুর ০৩:০৩
919510

বাকপ্রবাস লিখেছেন : কন কি, কোন রকম স্রোতটা ভারত মামুগো আন্তনদী সংযোগে ঢুকাইয়া দিতে পারলে হেতাগো পানির একটা হিল্লা হইতো আমগরও পানি চুক্তি করন লাইগতনা, পারলে হেই কামটা করেন 
মুছে ফেলুন | ব্লক করুন | রিপোর্ট করুন
927594
০৬ ডিসেম্বর ২০১২; দুপুর ০২:৪৭
প্রত্যাবর্তন লিখেছেন : hahahha,,,,,,,,,,,,,,,,,,dora khaise,,,,amar mone hoi bicharer name a nil-niksa'r kotha okhane faas hoye gese.....hahah...
জবাব দিন | মুছে ফেলুন | ব্লক করুন | রিপোর্ট করুন
০৬ ডিসেম্বর ২০১২; দুপুর ০২:৫৪
919505

মেজর রাহাত লিখেছেন : উইকিলিক্সের মতো বাংলাদেশের ট্রাইবুলিক্স। এখন দেখা যাক ছিদ্র থেকে কি বেরোয়। যদি বড় বড় সাপ বেরোয় তাহলে খবর আছে।
মুছে ফেলুন | ব্লক করুন | রিপোর্ট করুন
০৬ ডিসেম্বর ২০১২; দুপুর ০৩:০৫
919517

বাকপ্রবাস লিখেছেন : ইয়াহু স্কাইপ দিয়ে বিচারী কাম করে    আমগো পাড়ার আবুইললা স্কাইপ দিয়া পেরেম করছিল, পরে বুঝতে পারছে যার লগে পেরেম করছে হেতার নাট বল্টু আছে    
মুছে ফেলুন | ব্লক করুন | রিপোর্ট করুন
০৬ ডিসেম্বর ২০১২; দুপুর ০৩:১৭
919531

প্রত্যাবর্তন লিখেছেন : hahahhaha,,,,,,,,nut boltu,,,,,,,,,,,,,,,,Soytaner conspiracy is too poor...
মুছে ফেলুন | ব্লক করুন | রিপোর্ট করুন
০৬ ডিসেম্বর ২০১২; দুপুর ০৩:১৮
919533

চোরাবালি লিখেছেন : নাট বল্টু আছে মানে কি? নাট থাকলে তো সমস্য নাই বল্টু থাকলে না সমস্যা
মুছে ফেলুন | ব্লক করুন | রিপোর্ট করুন
927599
০৬ ডিসেম্বর ২০১২; দুপুর ০২:৫৬
দুরবিন লিখেছেন : কি আছে ঐ আলাপে? 
দেখতে বা শুনতে মন চায় । না জানা পর্যন্ত ঘুম হবে না। আমার মনে ইকুনুমিস্ট বেটারা ডরাইছে ।
জবাব দিন | মুছে ফেলুন | ব্লক করুন | রিপোর্ট করুন
০৬ ডিসেম্বর ২০১২; দুপুর ০৩:০৫
919516

মেজর রাহাত লিখেছেন : আমার কথাও এক্সাক্টলি সেটাই। আছে কি ভিত্রে? 

ইকনমিষ্ট যেহেতু বিশাল একটা প্রতিষ্ঠান, তারা প্রকাশ করার আগে সবধরণের লিগ্যাল আসপেক্ট দেখবে। সমস্যা থাকলে পাবলিশ নাও করতে পারে। ওখানে ডরানোর প্রশ্ন না, এটা আইনী বিষয়। দুনিয়ার বাকী দেশগুলা বাংলাদেশের মতো মগের মুল্লুক না।
মুছে ফেলুন | ব্লক করুন | রিপোর্ট করুন
০৬ ডিসেম্বর ২০১২; দুপুর ০৩:৩৩
919547

মৃদুভাষী লিখেছেন : আরে রাখেন, ওদের মোটেও ডরানোর কারন দেখি না। ওইটা বাংলাদেশ না। 
জুলিয়ান এ্যাসান্জ সবাই লেংটা কইরা ফালাইলো।
মুছে ফেলুন | ব্লক করুন | রিপোর্ট করুন
927600
০৬ ডিসেম্বর ২০১২; দুপুর ০২:৫৬
মোকাররাম হোসাইন এ বাকী লিখেছেন : হা হা হা হা হা হা হা হা হা হা হা হা 
হা হা হা হা হা হা হা হা হা হা হা হা 
হা হা হা হা হা হা হা হা হা হা হা হা                           
জবাব দিন | মুছে ফেলুন | ব্লক করুন | রিপোর্ট করুন
০৬ ডিসেম্বর ২০১২; দুপুর ০৩:০২
919509

মেজর রাহাত লিখেছেন : এতো খুশী কেন? ভিত্রে কি আছে তা না জেনেই খুশী হওয়া বোকামী।
মুছে ফেলুন | ব্লক করুন | রিপোর্ট করুন
927601
০৬ ডিসেম্বর ২০১২; দুপুর ০২:৫৬
মৃদুভাষী লিখেছেন : তাইলে খাইছে ধরা !!! 

খবরের প্রথম অংশটি এরকম- 
আদালতের কাজে হস্তক্ষেপ ও বিচারকের ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন করায় প্রভাবশালী ব্রিটিশ সাময়িকি ইকনোমিস্টের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেয়া হবে না, তা জানতে চেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। 
ইকনোমিস্টের সম্পাদক ও দক্ষিণ এশিয়া ব্যুরো প্রধানকে তিন সপ্তাহের মধ্যে এর ব্যাখ্যা দিতে বলা হয়েছে। 


গ্রামের একটি প্রচলিত কথা মনে পরে গেল- ঘোড়ায় *োদে না জজের উকিল।
জবাব দিন | মুছে ফেলুন | ব্লক করুন | রিপোর্ট করুন
০৬ ডিসেম্বর ২০১২; দুপুর ০৩:০১
919506

মেজর রাহাত লিখেছেন : প্রচলিত কথা শুনে হাসতে হাসতে চেয়ার থেকে উল্টে গেলাম। এধরণের একটা ভাব ছিলো মনে মনে, কিন্তু ভাষা পাচ্ছিলো না, আপনি তো পুরা ঝালাই করে দিলেন।  
মুছে ফেলুন | ব্লক করুন | রিপোর্ট করুন
০৬ ডিসেম্বর ২০১২; দুপুর ০৩:২৮
919543

চোরাবালি লিখেছেন : @ ভাই আপনার বাড়ী কই??? দক্ষিণ পশ্চিমাঞ্চল নাকি?
এই প্রবাদ আমাদের এলাকায়ও প্রচলিত আছে। অনেক দিন পর পড়ে তো আমর হাসতে হাসতে পেটে খিল ধরার অবস্থা
মুছে ফেলুন | ব্লক করুন | রিপোর্ট করুন
927604
০৬ ডিসেম্বর ২০১২; দুপুর ০৩:০০
মৃদুভাষী লিখেছেন : এগুলারে করার সময় ইকোনোমিষ্টের নাই।
জবাব দিন | মুছে ফেলুন | ব্লক করুন | রিপোর্ট করুন
০৬ ডিসেম্বর ২০১২; দুপুর ০৩:০২
919507

মেজর রাহাত লিখেছেন : ইকনমিষ্ট যদি নিউজটা করে তাহলে নাসিমের এই লম্ফঝম্ফকেও সাথের বর্ণনায় যোগ করে দিবে নিশ্চিত। তখন আর করতে হবে না, আপনাআপনি হয়ে যাবে।
মুছে ফেলুন | ব্লক করুন | রিপোর্ট করুন
927606
০৬ ডিসেম্বর ২০১২; দুপুর ০৩:০১
মৃদুভাষী লিখেছেন : পোষ্ট টা নাও থাকতে পারে।
জবাব দিন | মুছে ফেলুন | ব্লক করুন | রিপোর্ট করুন
০৬ ডিসেম্বর ২০১২; দুপুর ০৩:০৬
919519

মেজর রাহাত লিখেছেন : তাতো কনফার্ম। আমি ভাবতাসিলাম পাগলকে সাকো নাড়াইতে মনে করায় দিবো, তার আগে আপনিই দিলেন। ধন্যবাদ  
মুছে ফেলুন | ব্লক করুন | রিপোর্ট করুন
০৬ ডিসেম্বর ২০১২; দুপুর ০৩:২০
919535

প্রত্যাবর্তন লিখেছেন : mone too koraiia dilen,,,,,modu bai jindabad,,,,hahahhah  
মুছে ফেলুন | ব্লক করুন | রিপোর্ট করুন
927607
০৬ ডিসেম্বর ২০১২; দুপুর ০৩:০৮
মৃদুভাষী লিখেছেন : বেরাদার, কনভারসেশনটা আপলোড হইলে (ইউটিউবে) পরে আমারে প্লিজ জানাইয়েন। নামাইতে কুনো সমস্যা নাই। দরকার হইলে আমি সিডি কইরা পাবলিকরে দিমু।
জবাব দিন | মুছে ফেলুন | ব্লক করুন | রিপোর্ট করুন
০৬ ডিসেম্বর ২০১২; দুপুর ০৩:১১
919523

মেজর রাহাত লিখেছেন : কনভারসেশন যেকোন মুহুর্তে আপলোড হবে শুনেছি, কারণ এখন সব দ্রুত ঘটার সময়। খবর দিমুনে। 

আপনি পারলে আমারে একটা বুদ্ধি দেন। এখানের ব্লগ পোষ্ট কোথাও ব্যাকাপ রাখা যায় কি না কিছু মন্তব্য সহ। আমার সব পোষ্ট মডু খায়া ফালায়। শেষটাও নাই। তার আগের আগেরটাও নাই। সুতরাং আমি ভাবতাসি, প্রথম কিছু মন্তব্য সহ অন্য কোন ব্লগসাইটে রেখে দেয়া যায় কি না? ব্লগস্পটে কপি করলে তো মন্তব্যগুলো ইমপোর্ট করতে পারি না। পারলে হেল্পান।
মুছে ফেলুন | ব্লক করুন | রিপোর্ট করুন
০৬ ডিসেম্বর ২০১২; দুপুর ০৩:১৪
919528

মেধাবিকাশ লিখেছেন : সিডি খরচা আমার।
মুছে ফেলুন | ব্লক করুন | রিপোর্ট করুন
০৬ ডিসেম্বর ২০১২; দুপুর ০৩:২১
919537

চোরাবালি লিখেছেন : # সঙ্গে আরো দুইটা মরা ব্লগে পোষ্ট মারতে পারেন তা হলে খাওয়ার সম্ভবনা নাই। 
# একখান লেখা আরেক খান অন্যনামে ড্রাফট রাখতে পারেন
মুছে ফেলুন | ব্লক করুন | রিপোর্ট করুন
০৬ ডিসেম্বর ২০১২; দুপুর ০৩:২১
919538

প্রত্যাবর্তন লিখেছেন : cd korar khors amioo share kormu
মুছে ফেলুন | ব্লক করুন | রিপোর্ট করুন
০৬ ডিসেম্বর ২০১২; দুপুর ০৩:২৩
919540

মেজর রাহাত লিখেছেন : মরাব্লগের লিঙ্ক দিবেন ভাই দয়া করিয়া। এখানে সমস্যা থাকলে বার্তায় দিয়েন।
তবে মন্তব্যগুলা তো রাখা যাইতেসে না। এটাই খারাপ লাগে।
মুছে ফেলুন | ব্লক করুন | রিপোর্ট করুন
০৬ ডিসেম্বর ২০১২; দুপুর ০৩:২৯
919544

চোরাবালি লিখেছেন : আমারবর্ণমালা টাইপের কিছু ব্লগ সাইট আছে না?
মুছে ফেলুন | ব্লক করুন | রিপোর্ট করুন
০৬ ডিসেম্বর ২০১২; দুপুর ০৩:৩১
919545

মেজর রাহাত লিখেছেন : ধন্যবাদ। ব্যাকআপ একাউন্ট খুলতেসি তাহলে।
মুছে ফেলুন | ব্লক করুন | রিপোর্ট করুন
১০
927608
০৬ ডিসেম্বর ২০১২; দুপুর ০৩:১১
মেধাবিকাশ লিখেছেন : ধরুন, স্বামী স্ত্রী হানিমুনে গেলেন দেশের বাইরে ইন্টারন্যাশনাল হানিমুনের আশায়। ঐ হানিমুনকে ইন্টান্যাশনাল হানিমুন বলা গেলেও আইনের ভাষায় ঐ সময়ে সংগঠিত মিলনকে ইন্টারন্যাশনাল সহবাস কিছুতেই বলা যায়না কারন ঘটনার নায়ক নায়িকা উভয়েই সেখানে যে ভাবেই কর্ম সম্পাদন করুক না কেন, তাহা দেশীয় স্টাইলে দেশীয় পদ্ধতিতেই সম্পাদন করিবেন, তাই উক্ত সহবাস আন্তর্জাতিক নহে দেশীয় সঙ্গম বলিয়া বিবেচিত হইবে। যতই বিদেশে অবস্হান কারি জিয়ার পরামর্শে যে ভাবেই হোক না কেন। কারন উক্ত জিয়া সাবও দেশি মাল, বিদেশি সব ছলা উনারও জানা থাকার কথা নহে। 
কোন ভাবেই সেই মিলনকে আন্তর্জাতিক বানানোর কোন কৌশল নাই, উহা দেশিয় সঙ্গম রুপেই বিবেচিত হইবে।
জবাব দিন | মুছে ফেলুন | ব্লক করুন | রিপোর্ট করুন
০৬ ডিসেম্বর ২০১২; দুপুর ০৩:১৬
919530

মেজর রাহাত লিখেছেন : আপনার এইসব ছুদুর বুদুর কথায় চিড়ে ভিজতো না। হেতিরা যা বলবে তাই ফাইনাল। না মানলে আপনার বিরুদ্ধেও ব্যাবস্থা নেয়া হইবে। আপনে বিচার বানচালের ষড়যন্ত্র, সম্ভাব্য নাশকতা এবং রাষ্ট্রদ্রোহীতা করসেন। 

তার সাথে বাড়তি হলো, আপনার দেয়া উপমা পড়ে ধ্বজভঙ্গ কাছিমের মাথা গ্রম হই গেসে। এখন তিনি জিয়াউদ্দিনের বদলে মাসীর সাথে স্কাইপেতে কনভারশ্লেষণ করার জন্য ক্ষেপে গেসেন। বুঝতে পারতেসেন আপনি কি মারাত্মক একটা কাজ করসেন?
মুছে ফেলুন | ব্লক করুন | রিপোর্ট করুন
১১
927611
০৬ ডিসেম্বর ২০১২; দুপুর ০৩:১৪
রুপবান লিখেছেন : আহাঃলে, দেলুর জন্য ছাগু-চকিদারের এত দরদ...................... 

যাব্বেটা, ভাগ.............. 

জবাব দিন | মুছে ফেলুন | ব্লক করুন | রিপোর্ট করুন
০৬ ডিসেম্বর ২০১২; দুপুর ০৩:২০
919536

মেজর রাহাত লিখেছেন : তুইতুকারি ুাইস না াীর দালাল কোথাকার। ভদ্রভাবে কথা বলবেন ভদ্র উত্তর পাবেন। আর অশ্লীল কথার স্রোত ছুটাইতে চাইলে আপনারে এমন দরদ দিয়া করমু যে আপনার নেক্সট চৌদ্দ প্রজন্ম গল্প করবে, স্মৃতিচারণ করবে। আর কবর থেকে আগের চৌদ্দ প্রজন্ম আফসুস করবে, হায় রুপবান এমুন োাখাওয়া কপাল নিয়া দুনিয়াতে গেসিলো।
মুছে ফেলুন | ব্লক করুন | রিপোর্ট করুন
০৬ ডিসেম্বর ২০১২; দুপুর ০৩:২৩
919541

প্রত্যাবর্তন লিখেছেন : rupbaner akhon matha nosto hoye gese,,,,,Soytaner chokranto onek durbol........        
মুছে ফেলুন | ব্লক করুন | রিপোর্ট করুন
০৬ ডিসেম্বর ২০১২; বিকেল ০৪:২২
919590

মেধাবিকাশ লিখেছেন : রাহাত ভাই আপনিনা কি, একটা কেমন যেন। 
তা আপনি আর রুপবান কি করবেন ক্যামনে করবেন, এগুলা একটু গোপনে আলাপ সাইরা নিতে পারেন না। পাবলিকরে শরম দিয়া লাভ আছে।
মুছে ফেলুন | ব্লক করুন | রিপোর্ট করুন
০৬ ডিসেম্বর ২০১২; বিকেল ০৪:৩৫
919605

আবু তাহের মিয়াজী লিখেছেন : পাবলিকরে শরম দিয়া লাভ আছে।
মুছে ফেলুন | ব্লক করুন | রিপোর্ট করুন
০৬ ডিসেম্বর ২০১২; সন্ধ্যা ০৭:২৭
919698

quasha লিখেছেন : মেধাবিকাশ লিখেছেন : রাহাত ভাই আপনিনা কি, একটা কেমন যেন।
তা আপনি আর রুপবান কি করবেন ক্যামনে করবেন, এগুলা একটু গোপনে আলাপ সাইরা নিতে পারেন না। পাবলিকরে শরম দিয়া লাভ আছে।
মুছে ফেলুন | ব্লক করুন | রিপোর্ট করুন
০৬ ডিসেম্বর ২০১২; রাত ১১:২২
919843

NOKIA লিখেছেন : তিনি এতদিন যেটা চেয়েছেন ওটা পেয়ে খুশি হয়ে চলে গেছেন -সোনা ব্লগের কেউ পারলোনা ! মেজর এর জিনিস বলে কথা ! হো মো এরশাদ ও আর্মি ছিলো , আর কমু না , আমার লজ্জা করে
মুছে ফেলুন | ব্লক করুন | রিপোর্ট করুন
১২
927612
০৬ ডিসেম্বর ২০১২; দুপুর ০৩:১৫
মৃদুভাষী লিখেছেন : হাই হায়.... আপ্নে কামেলদার মানুষ হইয়া এইটা কি কইলেন ! পোষ্ট ব্যাকআপ রাখতে জানেন না । 
বার্তায় কইতেছি এখনি।
জবাব দিন | মুছে ফেলুন | ব্লক করুন | রিপোর্ট করুন
০৬ ডিসেম্বর ২০১২; দুপুর ০৩:১৭
919532

মেজর রাহাত লিখেছেন : ধইন্যা ধইন্যা হাজার হাজার ধইন্যা
মুছে ফেলুন | ব্লক করুন | রিপোর্ট করুন
১৩
927615
০৬ ডিসেম্বর ২০১২; দুপুর ০৩:২৩
মুক্তিযোদ্ধার ভাগনে লিখেছেন : Age Dekha Jak, Oi Traibunaler Dabir Bepare Londoner Pottrikati Ki Jobab Dey..... 

Sei Porjonto Opekkhay Thaklam..... 

Dhonnobad.
জবাব দিন | মুছে ফেলুন | ব্লক করুন | রিপোর্ট করুন
০৬ ডিসেম্বর ২০১২; দুপুর ০৩:২৭
919542

মেজর রাহাত লিখেছেন : একমত আমিও। 
তবে কেবল রেকর্ডিং এর উল্লেখমাত্রই যে নর্তনকুর্দন শুরু হয়েসে তা কৌতুহলউদ্দিপক।
মুছে ফেলুন | ব্লক করুন | রিপোর্ট করুন
১৪
927623
০৬ ডিসেম্বর ২০১২; দুপুর ০৩:৩১
সাজ্জাদ আলী লিখেছেন : সত্য আজ সমাগত...........
জবাব দিন | মুছে ফেলুন | ব্লক করুন | রিপোর্ট করুন
০৬ ডিসেম্বর ২০১২; দুপুর ০৩:৫৭
919569

মেজর রাহাত লিখেছেন : আইচ্ছা
মুছে ফেলুন | ব্লক করুন | রিপোর্ট করুন
১৫
927626
০৬ ডিসেম্বর ২০১২; দুপুর ০৩:৩৭
আজব মানুষ লিখেছেন : হুনলাম ধুতির তলায় ঐটা নাকি ইকোনমিস্ট কাইটা দিছে   


আপ্নের বার্তা চেক করুন কুইক.... 
জবাব দিন | মুছে ফেলুন | ব্লক করুন | রিপোর্ট করুন
০৬ ডিসেম্বর ২০১২; দুপুর ০৩:৫৭
919568

মেজর রাহাত লিখেছেন : হুমম। ধরা খাইসে বাটুয়ার নাসিম 
মুছে ফেলুন | ব্লক করুন | রিপোর্ট করুন
১৬
927629
০৬ ডিসেম্বর ২০১২; দুপুর ০৩:৩৮
মৃদুভাষী লিখেছেন : বার্তা দিছি পাইলে জানাইয়েন। 
"আমার বর্ণমালা" ব্লগে (http://www.amarbornomala.com) যে কোন লেখা দিতে পারেন, মুছবে না।
জবাব দিন | মুছে ফেলুন | ব্লক করুন | রিপোর্ট করুন
০৬ ডিসেম্বর ২০১২; দুপুর ০৩:৫৭
919567

মেজর রাহাত লিখেছেন : ধন্যবাদ ব্রাদার
মুছে ফেলুন | ব্লক করুন | রিপোর্ট করুন
১৭
927631
০৬ ডিসেম্বর ২০১২; দুপুর ০৩:৩৯
মৃদুভাষী লিখেছেন : বার্তা দিছি পাইলে জানাইয়েন। 
"আমার বর্ণমালা" ব্লগে (http://www.amarbornomala.com) যে কোন লেখা দিতে পারেন, মুছবে না। 

এই পোষ্টের ব্যাকআপ আমার কাছে থাকলো সবসহ।
জবাব দিন | মুছে ফেলুন | ব্লক করুন | রিপোর্ট করুন
০৬ ডিসেম্বর ২০১২; দুপুর ০৩:৫৬
919566

মেজর রাহাত লিখেছেন : দিয়ে দিয়েসি।    ধন্যবাদ অতিউত্তম এই পরামর্শের জন্য। এখন থেকে রেগুলার একটা কপি থাকবে। একজন এও জানিয়েছেন যে, মন্তব্যগুলো সহ ব্লগস্পটে কপি করার পদ্ধতি জানাবেন শীঘ্রই। তাহলে তো কেল্লাফতে।
মুছে ফেলুন | ব্লক করুন | রিপোর্ট করুন
১৮
927632
০৬ ডিসেম্বর ২০১২; দুপুর ০৩:৪১
আবদুল্লাহ বাংলাদেশী লিখেছেন : বারাক ওবামা বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির হলেন, আসতে দেরী করার জন্য বিচারক তাকে মৃদু ভৎসনা করলেন।
জবাব দিন | মুছে ফেলুন | ব্লক করুন | রিপোর্ট করুন
০৬ ডিসেম্বর ২০১২; দুপুর ০৩:৫৫
919565

মেজর রাহাত লিখেছেন : তারপর তাকে ধমক দিয়ে বললেন 'আপনি আম্রিকার পেসিডেন বলে নিজেকে ট্রাইবুনালের উর্ধ্বে মনে করবেন না' তখন বারাক ওবামা কাঠগড়ায় মুতে দেন বলে জিয়াদ হালুমালুম সাংবাদিকদের জানিয়েচেন।
মুছে ফেলুন | ব্লক করুন | রিপোর্ট করুন
০৬ ডিসেম্বর ২০১২; বিকেল ০৪:০২
919575

আজব মানুষ লিখেছেন :     
মুছে ফেলুন | ব্লক করুন | রিপোর্ট করুন
১৯
927645
০৬ ডিসেম্বর ২০১২; দুপুর ০৩:৫৮
মু. নূরনবী লিখেছেন : মেজর সাব....একটু আগে নিউজটা দেখে....ই বুঝে গেলাম..বাবার ধুতি খুলে গেছে... 

প্রকাশ হলেই হল!!! 

সিডি খ্রচটা দিতে পারুম না...কারণ আমি আমার এক ফ্রেন্ডের সাথে প্রতিজ্ঞাবদ্ধ যে, তাকে বাজার কমিটির ইলেকশনে দাঁড়াতে পোস্টারিং করতে ডে খরচ তা সবটুকু আমি দেব। 

নির্বাচিত হওয়ার জন্য...প্রচারাভিযান হতে যা করার করব। 

বিনিময়ে...সে জয়ী হলে 
১. জানুয়ারীতেই বিয়ে করবে... 
২. হাংকি পাংকি বাদ দিয়ে ব্যবসা বানিজ্য ধরবে....এবং 
৩. নামাজী হয়ে যাবে....(এখনো ক্বাজা করে) 


নাসিম মিয়ার আপডেট জানাবেন..........................
জবাব দিন | মুছে ফেলুন | ব্লক করুন | রিপোর্ট করুন
০৬ ডিসেম্বর ২০১২; বিকেল ০৪:৩৪
919601

মেজর রাহাত লিখেছেন : দেখা যাক কি বের হয়। 

আপনি আপনার ভালো ভালো কাজ চালায়া যান।
মুছে ফেলুন | ব্লক করুন | রিপোর্ট করুন
২০
927654
০৬ ডিসেম্বর ২০১২; বিকেল ০৪:১৮
এলাচি লিখেছেন : শুধু কি ধুতি খুলেছে? নীচের জাঙ্গিয়াও খুলে নিয়ে গেছে নাসিম সাহেবের। 
জয় বাংলা ! 
আপনাকে মুজিবীয় শুভেচ্ছা!!
জবাব দিন | মুছে ফেলুন | ব্লক করুন | রিপোর্ট করুন
০৬ ডিসেম্বর ২০১২; বিকেল ০৪:৩৫
919602

মেজর রাহাত লিখেছেন : আমরা সবাই খেকশিয়াল, ভালোবাসি মুরগী ......
মুছে ফেলুন | ব্লক করুন | রিপোর্ট করুন
২১
927655
০৬ ডিসেম্বর ২০১২; বিকেল ০৪:১৮
আহমদ লিখেছেন :       
ধুতি খান রক্ষার নিমিত্তে আগামি কালই সংগ্রামের ডাক দেওয়া হইবে।
জবাব দিন | মুছে ফেলুন | ব্লক করুন | রিপোর্ট করুন
০৬ ডিসেম্বর ২০১২; বিকেল ০৪:৩৫
919603

মেজর রাহাত লিখেছেন : সব ষড়যন্ত্র
মুছে ফেলুন | ব্লক করুন | রিপোর্ট করুন
২২
927670
০৬ ডিসেম্বর ২০১২; বিকেল ০৪:২৮
রুহুল আমীন রুবেল লিখেছেন : সরকারের অপকর্মগুলো বের হচ্ছে। যুদ্দাপরাধ বিচার যে, আসলেই রাজনৈতিক সেটা এখন পরিস্কার
জবাব দিন | মুছে ফেলুন | ব্লক করুন | রিপোর্ট করুন
০৬ ডিসেম্বর ২০১২; বিকেল ০৪:৩৫
919606

মেজর রাহাত লিখেছেন : এইটা আওয়ামী লীগ কি চাল চালছে এখনো বুঝা যাচ্ছে না। জামাত শিবির নিকাশে তারা আন্তরিক না কেন? বিশাল কোন গেমপ্লান চলছে আমার ধারণা।
মুছে ফেলুন | ব্লক করুন | রিপোর্ট করুন
২৩
927679
০৬ ডিসেম্বর ২০১২; বিকেল ০৪:৩৩
মেজর রাহাত লিখেছেন : ব্যাকআপ রাখার বিষয়ে যারা বার্তা ও মেইলে অনেক মুল্যবান পরামর্শ দিয়েছেন, সবাইকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ। 

http://majorrahat.blogspot.com/
জবাব দিন | মুছে ফেলুন | ব্লক করুন | রিপোর্ট করুন
০৬ ডিসেম্বর ২০১২; সন্ধ্যা ০৬:২৬
919659

জাগরন লিখেছেন : দারুণ কাজ করেছেন মেজর  
মুছে ফেলুন | ব্লক করুন | রিপোর্ট করুন
২৪
927690
০৬ ডিসেম্বর ২০১২; বিকেল ০৪:৪৮
শফিউর রহমান লিখেছেন : কমেন্টস্ সহ ব্যাকআপে রাখতে চাইলে "Send page by E-mail" করেন, দেখবেন সেখানে সব পেয়ে গেছেন। ধন্যবাদ
জবাব দিন | মুছে ফেলুন | ব্লক করুন | রিপোর্ট করুন
০৬ ডিসেম্বর ২০১২; বিকেল ০৪:৫১
919614

মেজর রাহাত লিখেছেন : অসংখ্য ধন্যবাদ
মুছে ফেলুন | ব্লক করুন | রিপোর্ট করুন
২৫
927691
০৬ ডিসেম্বর ২০১২; বিকেল ০৪:৪৮
হূল লিখেছেন : সত্যি যদি তাদের কনভার্সেসন হ্যাক হয়ে থাকে তাহলে 
অবশ্যই গনমাধ্যেমে আসবে আমার বিশ্বাস।
জবাব দিন | মুছে ফেলুন | ব্লক করুন | রিপোর্ট করুন
০৬ ডিসেম্বর ২০১২; বিকেল ০৫:৫০
919643

মেধাবিকাশ লিখেছেন : বাংগালি চুতিয়া জাত, মিডিয়ায় আসলে কি হবে? 
মতিয়ুর রহমান রেন্টুর আমার ফাঁসি চাইও তো বাজারে আসছে- হাছিনার বা বাংগালির কি আসছে গ্যাছে
মুছে ফেলুন | ব্লক করুন | রিপোর্ট করুন
০৬ ডিসেম্বর ২০১২; রাত ০৮:০৬
919724

মেজর রাহাত লিখেছেন : আসবেই আগে পরে
মুছে ফেলুন | ব্লক করুন | রিপোর্ট করুন
২৬
927706
০৬ ডিসেম্বর ২০১২; বিকেল ০৫:২৯
মেধাবিকাশ লিখেছেন : বাংগালি চুতিয়া জাত, মিডিয়ায় আসলে কি হবে? 
মতিয়ুর রহমান রেন্টুর আমার ফাঁসি চাইও তো বাজারে আসছে- হাছিনার বা বাংগালির কি আসছে গ্যাছে?
জবাব দিন | মুছে ফেলুন | ব্লক করুন | রিপোর্ট করুন
০৬ ডিসেম্বর ২০১২; রাত ০৮:০৫
919721

মেজর রাহাত লিখেছেন : কথা চিন্তার
মুছে ফেলুন | ব্লক করুন | রিপোর্ট করুন
২৭
927714
০৬ ডিসেম্বর ২০১২; বিকেল ০৫:৫১
Shahadat Hossen লিখেছেন : ধূতি খোলার পর আবার কি হয়,আল্লাহ তালাই ভালো যানে।দেখা যাইতে আমাগো নাসিম সাহেব হিজড়া।
জবাব দিন | মুছে ফেলুন | ব্লক করুন | রিপোর্ট করুন
০৬ ডিসেম্বর ২০১২; রাত ০৮:০৬
919722

মেজর রাহাত লিখেছেন : অসম্ভব না
মুছে ফেলুন | ব্লক করুন | রিপোর্ট করুন
০৬ ডিসেম্বর ২০১২; রাত ০৮:৪১
919745

L Rahman লিখেছেন : নাসিম হিজড়ানা সমকামী নিঝুম তার পার্টনার।
মুছে ফেলুন | ব্লক করুন | রিপোর্ট করুন
২৮
927725
০৬ ডিসেম্বর ২০১২; সন্ধ্যা ০৬:০৭
জেদ্দা বাসি লিখেছেন : শেষ পর্যন্ত ডান্ডাবেড়ী পড়বে মঙ্গলগ্রহের এলিয়েনরাও।   
ট্রাইবুনাল যে আন্তর্জাতিক তা প্রমাণ করে দেখানো হচ্ছে। এবং শেষপর্যন্ত তা আন্তমহাজাগতিক! ট্রাইবুনাল হয়ে দাড়াবে। 

নাসিম সাহেবের ধুতি খুলে দেওয়ার অপরাধে আপনার বিরুদ্ধে রুলনিশি আসছে..... 

পোষ্টে++++++++++++++ধন্যবাদ
জবাব দিন | মুছে ফেলুন | ব্লক করুন | রিপোর্ট করুন
০৬ ডিসেম্বর ২০১২; রাত ০৮:০৬
919725

মেজর রাহাত লিখেছেন : ধন্যবাদ
মুছে ফেলুন | ব্লক করুন | রিপোর্ট করুন
২৯
927748
০৬ ডিসেম্বর ২০১২; সন্ধ্যা ০৬:৩৩
 লিখেছেন :                         
জবাব দিন | মুছে ফেলুন | ব্লক করুন | রিপোর্ট করুন
০৬ ডিসেম্বর ২০১২; রাত ০৮:০৫
919719

মেজর রাহাত লিখেছেন :       
মুছে ফেলুন | ব্লক করুন | রিপোর্ট করুন
৩০
927750
০৬ ডিসেম্বর ২০১২; সন্ধ্যা ০৬:৩৪
পলাশ লিখেছেন : আমার তো মনে হয়, নাসিমের ধুতি খুলে যাওয়ার আগে, আপনিই ওর ধুতি ধরে টানা টানি করতেছেন!!  

ল্যাংটার আবার ধুতির ভয় দেখাচ্ছেন? 
তস্করের আবার লজ্জা কিসের? 
শয়তানের আবার জাহান্নামের ভয়?
জবাব দিন | মুছে ফেলুন | ব্লক করুন | রিপোর্ট করুন
০৬ ডিসেম্বর ২০১২; রাত ০৮:০৬
919726

মেজর রাহাত লিখেছেন : হাহাহাহাহাহা
মুছে ফেলুন | ব্লক করুন | রিপোর্ট করুন
৩১
927788
০৬ ডিসেম্বর ২০১২; সন্ধ্যা ০৭:০৯
shopon লিখেছেন : মেজর রাহাত স্যার,চোর বাটপারের বাংলাদেশকে তারা পাঁচপয়সার দামও দেয়না। কথাটা একদম সত্য। 
লন্ডনী সম্পাদক যদি কোন চিঠি পেয়ে থাকেন।সাথে সাথে চিঠিটা ট্রাস ক্যানে পাঠিয়েছে।
জবাব দিন | মুছে ফেলুন | ব্লক করুন | রিপোর্ট করুন
০৬ ডিসেম্বর ২০১২; রাত ০৮:০৪
919717

মেজর রাহাত লিখেছেন : কোন সন্দেহ নাই এ নিয়ে। এই বাকশালীরাই কেবল বাংলাদেশে বসে মুই কি হনুরে বলে সারাদিন লাফাতে ব্যস্ত থাকে।
মুছে ফেলুন | ব্লক করুন | রিপোর্ট করুন
৩২
927897
০৬ ডিসেম্বর ২০১২; রাত ০৯:৪১
জিন্নাহ্ লিখেছেন : ইউটিউবের ভিডিও কোথায়? ইউটিউব বন্ধ করলে স্ক্রীণকাস্টে পে করে প্রচার করবো এবং এরপর ফেসবুক-টুইটারে শেয়ার করবো। ইউটিউব ছাড়া ও অনেক টিউব আছে যেমন ইসলামিক টিউব। সরকার কয়টা বন্ধ করবে?
জবাব দিন | মুছে ফেলুন | ব্লক করুন | রিপোর্ট করুন
০৭ ডিসেম্বর ২০১২; রাত ১২:০৫
919870

মেজর রাহাত লিখেছেন : এইটা যদ্দুর জানা যাচ্ছে অডিও ফাইল। বাজারে আসার অপেক্ষায় আছি।
মুছে ফেলুন | ব্লক করুন | রিপোর্ট করুন
৩৩
927917
০৬ ডিসেম্বর ২০১২; রাত ১০:০৮
ভিশন-২০৫০ লিখেছেন : ইকোনোমিস্টের রেস্পন্স এখন কেমন হয় - তাই দেখার বিষয়। 
তবে IWT যাই করুক - ভবিষ্যতে আরো অনেক অনেক দেশি-বিদেশি ধরা খাবে - তাতে সন্দেহ নেই। সে ধরাও কত যুগ চলবে তা-ও বলা দুঃসাধ্য!
জবাব দিন | মুছে ফেলুন | ব্লক করুন | রিপোর্ট করুন
০৭ ডিসেম্বর ২০১২; রাত ১২:১৩
919879

মেজর রাহাত লিখেছেন : ঠিক সেটাই। শান্তি নাই কোন। কুপায়া যান আর কোপ খায়া যান।
মুছে ফেলুন | ব্লক করুন | রিপোর্ট করুন
৩৪
927925
০৬ ডিসেম্বর ২০১২; রাত ১০:১৫
Rezaul Islam লিখেছেন : নিজামুল হকের ঘুম হারাম। এবার তার বিচারের পালা।
জবাব দিন | মুছে ফেলুন | ব্লক করুন | রিপোর্ট করুন
০৭ ডিসেম্বর ২০১২; রাত ১২:১৩
919878

মেজর রাহাত লিখেছেন : এইদেশে কোন দিন শান্তি আসবে? একটু স্থিরতা আর সমৃদ্ধি আসবে?
মুছে ফেলুন | ব্লক করুন | রিপোর্ট করুন
৩৫
927951
০৬ ডিসেম্বর ২০১২; রাত ১০:৩৮
Supta Sabuz লিখেছেন : বহুত লোকে বহুত মন্তব্য কইরা ফেলছে। আমি কোন মন্তব্য করমু না। আমি শুধু অপেক্ষায় রইলাম, ধূতির ভিতরের জিনিসটা কি রকম সেইটা দেখার জন্য। 
জবাব দিন | মুছে ফেলুন | ব্লক করুন | রিপোর্ট করুন
০৭ ডিসেম্বর ২০১২; রাত ১২:১২
919876

মেজর রাহাত লিখেছেন :  আশা করতেসি শীঘ্রই শুনতে পাবেন, আমিও শুনতে চাই
মুছে ফেলুন | ব্লক করুন | রিপোর্ট করুন
৩৬
928039
০৭ ডিসেম্বর ২০১২; রাত ১২:০১
শান্ত পথিক লিখেছেন : Voc dorayen na. Pdf koira raika dichi. Lagle awaj diyen. 
Dhotir tolay ki achee dekte Mon chay.
জবাব দিন | মুছে ফেলুন | ব্লক করুন | রিপোর্ট করুন
০৭ ডিসেম্বর ২০১২; রাত ১২:১২
919875

মেজর রাহাত লিখেছেন : শীঘ্রই শুনতে পাবেন আশা করি
মুছে ফেলুন | ব্লক করুন | রিপোর্ট করুন
৩৭
928080
০৭ ডিসেম্বর ২০১২; রাত ১২:৪৬
জিন্নাহ্ লিখেছেন : এসব জিনিস আসার আগে আলোচনা হলে প্রবলেম। বাজারে আসার পর আলোচনা হলে রিক্স নাই। দেখেন এটা হয়তো আলোর মূখ দেখবেনা!
জবাব দিন | মুছে ফেলুন | ব্লক করুন | রিপোর্ট করুন
০৭ ডিসেম্বর ২০১২; রাত ০১:১৯
919911

মেজর রাহাত লিখেছেন : ভালো একটা কথা বলেছেন। এ চিন্তা থেকেই সম্ভবত নাসিম সাব আগেই প্রটেকশন নিতেছেন, কোন কথা না বৈলাই রুলনিশি জারি করছেন সবার আগে।
মুছে ফেলুন | ব্লক করুন | রিপোর্ট করুন
৩৮
928096
০৭ ডিসেম্বর ২০১২; রাত ০১:১৫
Salam লিখেছেন : মোল্লারা দলা দলা ডলার খরচ না করে সাইবার সিক্যুরিটি এক্সপার্ট কয়েকটারে লগে রাখলে বোধয় আরো অনেক কিছু বাইর করন যাইতো....
জবাব দিন | মুছে ফেলুন | ব্লক করুন | রিপোর্ট করুন
০৭ ডিসেম্বর ২০১২; রাত ০১:১৮
919910

মেজর রাহাত লিখেছেন : এই বিষয়ে আমার জানা নাই
মুছে ফেলুন | ব্লক করুন | রিপোর্ট করুন
৩৯
928104
০৭ ডিসেম্বর ২০১২; রাত ০১:২৪
ছায়াপথ লিখেছেন : ব্যাপারটা অবশ্যই আশাব্যাঞ্জক। কিন্তু আমার মনেহয় আমাদেরও বাক্য সংযমী হওয়া উচিত।
জবাব দিন | মুছে ফেলুন | ব্লক করুন | রিপোর্ট করুন
০৭ ডিসেম্বর ২০১২; সকাল ০৯:৫৭
920041

মেজর রাহাত লিখেছেন : সংযমী হোন, মানা করসে কে? আমি কোন ছাতার তলে নাই, টানার চেষ্টা করেও লাভ হবে না। আপনার সংযমকে অভিনন্দন।
মুছে ফেলুন | ব্লক করুন | রিপোর্ট করুন
৪০
928119
০৭ ডিসেম্বর ২০১২; রাত ০২:১৮
হাকালুকি লিখেছেন : নাসিমের হুংকারে ইকোনমিস্ট সহ ব্রিটিশ প্রধানমন্ত্রীর পাতলা পায়খানা শুরু হয়েছে !
জবাব দিন | মুছে ফেলুন | ব্লক করুন | রিপোর্ট করুন
০৭ ডিসেম্বর ২০১২; সকাল ০৯:৫৯
920042

মেজর রাহাত লিখেছেন : আমিতো আজ সকালে শুনলাম ব্রিটিশ রাজকন্যা মিস মিডলটনের গর্ভপাত হয়ে গেসে ভয়ের চোটে। সারা ব্রিটেনে না কি মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েসে নাসিমের রুলনিশি থেকে বাঁচার আশায়। বৃটেন স্কটল্যান্ড এবং আয়ারল্যান্ডে জরুরী অবস্থা জারী করা হয়েসে যতদিন ট্রাইবুনাল তাদেরকে মাফ করবে না ততদিন পর্যন্ত।
মুছে ফেলুন | ব্লক করুন | রিপোর্ট করুন